Wednesday, September 3, 2025
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা
  • হোম
  • ই-সংখ্যা
  • অডিও বই
  • গান
  • সকল সংখ্যা
  • তথ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • বহির্বিশ্ব
  • সম্পাদকীয়
  • কিতাবুল মুক্কাদ্দাস
No Result
View All Result
  • হোম
  • ই-সংখ্যা
  • অডিও বই
  • গান
  • সকল সংখ্যা
  • তথ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • বহির্বিশ্ব
  • সম্পাদকীয়
  • কিতাবুল মুক্কাদ্দাস
No Result
View All Result
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা
No Result
View All Result

পাকিস্তানের মসনদ কার

alorfoara by alorfoara
February 11, 2024
in বহির্বিশ্ব, সংখ্যা ৭১ (১০-০২-২০২৪)
0
0
SHARES
Share on FacebookShare on Twitter

পাকিস্তানে ইমরান খানকে প্রধানমন্ত্রী থেকে ক্ষমতাচ্যুত করার পেছনের ‘নাটের গুরু’ তারই এক সময়ের বিশ্বস্ত সঙ্গী জাহাঙ্গীর খান তারিনের এবারের নির্বাচনে ভরাডুবি হয়েছে। তিনি দু’টি আসনেই ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর কাছে বিপুলে ভোটে হেরেছেন। এমন করুণ পরিণতি হয়েছে তার। এদিকে নির্বাচনে ভোটগ্রহণ ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পর্যন্ত পাকিস্তানের নির্বাচনের ফলাফল একদিক থেকে পরিষ্কার, অন্যদিক থেকে জটিল। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি সংখ্যক আসন পেয়েছে। এদের অনেকেই পিটিআই দলের ব্যানারে নির্বাচন করতেন। কিন্তু তা করতে বাধা দেওয়া হয়েছিল বিভিন্ন আইনি মারপ্যাঁচে। স্বতন্ত্রদের কোনো দল নেই–এই যুক্তিতে প্রধানমন্ত্রী প্রার্থী নওয়াজ শরীফের পিএমএল–এন বর্তমানে সবচেয়ে বড় দল হিসেবে দাবি করতেই পারে। এতকিছুর পর যা স্পষ্ট হয়েছে, তা হলো–ইমরান খানের পিটিআই দল প্রমাণ করেছে তার জনপ্রিয়তা সামাজিক যোগাযোগমাধ্যমের বুদ্বুদ নয়। দলটি জানিয়েছে, অপর দুই দল পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজ (পিএমএলএন) বা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কিংবা অন্য কোনো দলের সঙ্গে জোট করার কোনো পরিকল্পনা নেই দলটির। সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করে গওহর খান বলেন, দলের পক্ষে প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক করবেন দলের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দলের বিজয়ী সদস্যরা ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে দেখা করবেন বলেও জানান তিনি।

জাতীয় পরিষদ নির্বাচনে ফলাফল প্রকাশে আরো বিলম্ব হলে আজ রোববার বিক্ষোভ করবে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে দলটির বর্তমান চেয়ারম্যান গহর আলী খান বলেন, ‘বিভিন্ন এলাকায় নির্বাচনের ফলাফল আটকে রাখা হয়েছে এবং বিলম্ব করা হচ্ছে। বিজয়ী আসনে আমাদের পরাজিত দেখাতে, ইচ্ছাকৃতভাবে ফলাফল পাল্টে দেওয়া হচ্ছে। যেসব এলাকায় ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে, সেসব এলাকার রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের বাইরে রোববার আমরা বিক্ষোভ করব।’

পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার দাবি করেছেন যে, তার দল জাতীয় পরিষদে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ইমরান তার এআই–উৎপন্ন বক্তৃতায় বলেন, ‘আপনি আমাদের ভোট দিয়ে পাকিস্তানে প্রকৃত গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছেন। ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করার জন্য আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই’।

তিনি যোগ করেছেন, ‘আমার পূর্ণ বিশ্বাস ছিল আপনারা সবাই ভোট দিতে আসবেন। বিপুল ভোটার উপস্থিতি সবাইকে অবাক করেছে। আপনার ভোটের কারণে লন্ডন পরিকল্পনা ব্যর্থ হয়েছে। [পিএমএল–এন সুপ্রিমো] নওয়াজ শরিফ [এনএ–তে] অন্তত ৩০টি আসনে পিছিয়ে থাকা সত্ত্বেও [তার] বিজয়ী ভাষণ দিয়েছেন’। ইমরান আরো বলেছেন, পাকিস্তানে কেউ নওয়াজের বক্তৃতা গ্রহণ করবে না এবং এমনকি আন্তর্জাতিক মিডিয়াও এর বিরুদ্ধে লিখছে।

পরবর্তী সরকার যারাই গঠন করবে তার সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে শুক্রবার পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির নির্বাচনের সময় ‘অযাচিত বিধিনিষেধ’ নিয়ে প্রশ্ন তুলেছে এবং ভোট কারচুপির অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা রাজধানীগুলো।

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের পৃথক বিবৃতিতে, বৃহস্পতিবারের নির্বাচনে রিপোর্ট করা সমস্ত অনিয়মের একটি সময়োপযোগী এবং পূর্ণ তদন্ত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লর্ড ক্যামেরন, পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির জন্য ইইউ উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল এবং মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতি নির্বাচনের পাশাপাশি ভোটের দিনে সমস্ত সহিংসতার নিন্দা করেছেন। ক্যামেরন বলেন, ‘তবে আমরা নির্বাচনের সুষ্ঠুতা এবং অন্তর্ভুক্তির অভাব নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি’। ‘আমরা দুঃখিত যে, সব দলকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়নি এবং কিছু রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে এবং স্বীকৃত দলীয় প্রতীক ব্যবহার রোধ করতে আইনি প্রক্রিয়া ব্যবহার করা হয়েছিল’, –তিনি যোগ করেছেন।

‘আমরা ভোটের দিনে ইন্টারনেট অ্যাক্সেসের ওপর আরোপিত বিধিনিষেধ, ফলাফলের প্রতিবেদনে উল্লেখযোগ্য বিলম্ব এবং গণনা প্রক্রিয়ায় অনিয়মের দাবিগুলিও নোট করি’ ক্যামেরন মন্তব্যে বলেন, যা বোরেল এবং মিলার উভয়ের বিবৃতিতে প্রতিধ্বনিত হয়। বোরেল ব্রাসেলসে তার বিবৃতিতে বলেছেন, ‘কিছু রাজনৈতিক অভিনেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অক্ষমতা, সমাবেশের স্বাধীনতা, অনলাইন এবং অফলাইন উভয় মত প্রকাশের স্বাধীনতা, ইন্টারনেট অ্যাক্সেসের বিধিনিষেধ এবং সেইসাথে অভিযোগের কারণে আমরা একটি সমান খেলার মাঠের অভাবের জন্য দুঃখিত। রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার সহ নির্বাচনী প্রক্রিয়ায় গুরুতর হস্তক্ষেপ’।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান বলেন, ‘এখন পর্যন্ত যে ফলাফল এসেছে, তাতে এটা স্পষ্ট যে পিটিআই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তাছাড়া পাঞ্জাবের প্রাদেশিক আইনসভায় আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি।’ তিনি বলেন, ‘যেহেতু এককভাবে সরকার গঠনের সুযোগ আমাদের রয়েছে, তাই জোট গঠনের কোনো পরিকল্পনা আমাদের নেই। পিএমএলএন অথবা পিপিপির সঙ্গে কোনো যোগাযোগও আমাদের হয়নি।’ পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন হয়েছে গত ৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। অ্যাসেম্বলির মোট আসনসংখ্যা ২৬৬টি। এসব আসনের মধ্যে একটি ব্যতীত বাকি সবগুলোতে নির্বাচনী ভোটগ্রহণ হয়েছে ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত ২৪৫টি আসনের ফলাফল জানা গেছে। সেখানে দেখা গেছে, ৯৮টি আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই ইনসাফ (পিটিআই), ৬৯টি আসন পেয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজ (পিএমএলএন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫১টি আসন। শুক্রবার রাতে লাহোরে নিজ বাসবভবনের সামনে জড়ো হওয়া কর্মী–সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পিএমএলএনকে বিজয়ী বলে দাবি করেন নওয়াজ শরিফ। তিনি আরও জানান, অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জোট সরকার করতে চায় পিএমএলএন। পিএমএলএনের জ্যেষ্ঠ নেতা ও পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, অনেক ‘পিটিআই–স্বতন্ত্র’ বিজয়ী প্রার্থী ইতোমধ্যে পিএমএলএনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। প্রসঙ্গত, পাকিস্তানের সংবিধান অনুসারে কোনো স্বতন্ত্র প্রার্থী যদি নির্বাচনে জয়ী হন, তাহলে ফলাফল প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে তাকে কোনো না কোনো রাজনৈতিক দলে যোগ দিতে হয়। তবে পিটিআই–স্বতন্ত্র প্রার্থীদের বিষয়টি ভিন্ন। পাকিস্তানের নির্বাচন কমিশন এবং উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে নিজেদের দলীয় প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহার করতে পারেননি পিটিআই প্রার্থীরা। বাধ্য হয়েই স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ প্রতীক ব্যবহার করতে হয়েছে তাদের। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান বর্তমানে কারাগারে আছেন। তার অনুপস্থিতিতে দলের কার্যক্রম চালিয়ে নিতে গত নভেম্বরের শেষ দিকে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করে পিটিআই। গত ২ ডিসেম্বর গঠিত নতুন কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হন ইমরানের প্রধান আইনজীবী এবং তার আস্থাভাজন ব্যারিস্টার গহর খান।

এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি রাজনীতির মাঠো কোণঠাসা পিটিআই। নিজেদের প্রতীক ছাড়াই স্বতন্ত্র হিসেবে জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে লড়েছেন তাঁরা। নানা প্রতিবন্ধকতার মুখেও নির্বাচনে বড় চমক দেখিয়েছেন তাঁরা। পাকিস্তানের নির্বাচন কমিশনের দেওয়া সবশেষ হিসাব অনুযায়ী, গতকাল সন্ধ্যা পর্যন্ত জাতীয় পরিষদে ২৫৫ আসনের ফলাফল প্রকাশ করা হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০০টি আসন। তাঁদের মধ্যে প্রায় সবাই ইমরান খান–সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন) পেয়েছে ৭৩টি আসন। আর ৫৪ আসন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এছাড়াও এমকিউএম ১৭টিসহ অন্যান্য রাজনৈতিক দল ৩/২টি করে আসন পেয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, পাকিস্তানকে নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। পাকিস্তানের রাজনৈতিক ধারা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর বেশ জোরালো ভূমিকা রয়েছে। ১৯৪৭ সালে ভারত থেকে আলাদা হয়ে যাবার পর দেশটির রাজনৈতিক ইতিহাসের অর্ধেক সময় জেনারেলরাই মূলত দেশ চালিয়েছেন। এদিকে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের ফলাফলের পাশাপাশি ভোটের স্বাধীনতার উপর বিধিনিষেধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, যুক্তরাজ্য পাকিস্তানের কর্তৃপক্ষকে তথ্যের অবাধ অধিকার, আইনের শাসন এবং মৌলিক মানবাধিকার সমুন্নত রাখতে আহ্বান জানিয়েছে। নির্বাচনে নানা অনিয়মের কথা উল্লেখ করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ফল ঘোষণা এবং অনিয়মের সঠিক তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটের রিপাবলিক্যান ও ডেমোক্র্যাট অনেক সদস্য। তারা নির্বাচনী ফলাফলে জনগণের ইচ্ছার প্রতিফলন দৃশ্যমান না হওয়া আইনগত বৈধতা না দেয়ার জন্য স্টেট ডিটপার্টমেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মোট ১৪টি মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালত (এটিসি)। গতকাল ইসলামাবাদ এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দিয়েছেন। ইমরান খানের পাশাপাশি তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক–ই ইনসাফের (পিটিআই) সিনিয়র নেতা শাহ মেহমুদ কুরেশিকেও ১৩ মামলায় জামিন দেওয়া হয়েছে। যেসব মামলায় ইমরান ও কুরেশি জামিন পেয়েছেন– সবগুলোই গত ৯ মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত। ইসলামাবাদ হাই কোর্টে হাজিরা দিতে গিয়ে গত ৯ মে আদালত চত্বরে গ্রেপ্তার হয়েছিলেন ইমারান খান। তারপর অভূতপূর্ব বিক্ষোভে ফেটে পড়ে তার দল পাকিস্তান তেহরিক–ই ইনসাফের নেতা–কর্মী–সমর্থকরা। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সেবার সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা হয়।

যে ১৪টি মামলায় জামিন পেয়েছেন ইমরান, সেগুলোর মধ্যে ১২টি ৯ মে দাঙ্গায় উসকানি সংক্রান্ত; বাকি ২টির মধ্যে একটি পাকিস্তানের সারিক বাহিনীর জেনারেল হেডকোয়ার্টার (জিএইচকিউ) এবং অপরটি সামরিক বাহিনীর জাদুঘরে হামলার সঙ্গে সংশ্লিষ্ট।আর যে ১৩ মামলায় শাহ মুহম্মদ কুরেশি জামিন পেয়েছেন, সেগুলোর সবই দাঙ্গায় উসকানি সংক্রান্ত।

জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের দুইদিন পর পাকিস্তানে বন্ধ করে দেওয়া হয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার)। গতকাল এ তথ্য নিশ্চিত করেছে সাইবার সিকিউরিটি ও পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস। এক এক্স বার্তায় সংস্থাটি বলেছে, ‘নিশ্চিত: লাইভ মেট্রিক্স দেখাচ্ছে দেশব্যাপী এক্স/টুইটারে বিড়ম্বনা দেখা যাচ্ছে। মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়ে বিতর্কিত নির্বাচন হওয়ার দুইদিন পর এ ঘটনা ঘটল।

কয়েকজন এক্স ব্যবহারকারী জানিয়েছেন, সাধারণ ইন্টারনেট দিয়ে তারা এক্সে প্রবেশ করতে পারছেন না। এক্সে ঢুকতে তাদের ভিপিএন ব্যবহার করতে হচ্ছে। উসামা খিলজিল নামের একজন লিখেছেন, “নির্বাচনের দুইদিন পর পাকিস্তানে এক্সে শুধুমাত্র ভিপিএন ব্যবহার করে ঢোকা যাচ্ছে। কারণ অনলাইনে ভোট কারচুপির প্রমাণ আসা শুরু করেছে। এছাড়া ভোট গণনার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রশ্ন তোলার পর এক্স বন্ধ করে দেওয়া হয়েছে।”

আম্মার রশিদ নামের অপর একজন এক্সে লিখেছেন, ‘ব্যাপক কারচুপি অভিযোগের নির্বাচনের দিন মোবাইল পরিষেবা ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের পর এবার পাকিস্তানি কর্তৃপক্ষ দেশজুড়ে টুইটার বন্ধ করে দিয়েছে। স্বচ্ছতা হ্রাস করতে এবং রাজনৈতিক ফলাফলে কারচুপি করতে এখন প্রতিদিনই পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে।’ এছাড়া এক্স পরিষেবা বন্ধ করে দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক–ইনসাফ (পিটিআই)।

এ ব্যাপারে একটি পোস্টে দলটি বলেছে, ‘এটি পুরোপুরি লজ্জাজনক। নির্বাচনের দিন মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়ার পর তারা এখন পাকিস্তানে এক্স বন্ধ করে দিয়েছে। কারণ পিটিআই ভোট কারচুপি ফাঁস করে দিচ্ছিল’।

পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে ভোটের হিসেবে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজের (পিএমএলএন) চেয়ারম্যান নওয়াজ শরিফ ইতোমধ্যে সরকার গঠনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জোট গঠনের তৎপরতাও শুরু করেছেন তিনি। পিএমএলএন চাইছে, নতুন জোট গঠিত হলে সেই জোট সরকারের প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরিফ। কিন্তু ভোটের হিসাবে তৃতীয় স্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জানিয়েছে, নতুন জোটে যেতে তেমন কোনো সমস্যা না থাকলেও নওয়াজ শরিফকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে আপত্তি রয়েছে দলটির। পিপিপির শীর্ষ মুখপাত্র খুরশিদ শাহ গত শুক্রবার জিও নিউজকে বলেন, ‘নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী হতে চান। এজন্যই জোট গঠনের তৎপরতা চালাচ্ছেনৃ. জোট সরকারের অংশ হতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা তাকে (নওয়াজ) প্রধানমন্ত্রীর পদে দেখতে চাই না। আমরা চাই, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন আমাদের দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।’

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, পাকিস্তানকে নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। পাকিস্তানের রাজনৈতিক ধারা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর বেশ জোরালো ভূমিকা রয়েছে। ১৯৪৭ সালে ভারত থেকে আলাদা হয়ে যাবার পর দেশটির রাজনৈতিক ইতিহাসের অর্ধেক সময় জেনারেলরাই মূলত দেশ চালিয়েছেন। শনিবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জেনারেল আসিম মুনির বলেন, ‘নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি পেছনে ফেলে দেশকে এগিয়ে নিতে প্রয়োজন সবল হাতের নিরাময়ের ছোঁয়া। ২৫ কোটি প্রগতিশীল মানুষের জন্য প্রয়োজন উপযুক্ত নেতৃত্ব। সূত্র : আল–জাজিরা

ShareTweet
Next Post
বাংলাদেশি চিকিৎসকদের সফলতা

বাংলাদেশি চিকিৎসকদের সফলতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

  • Amy1660 on ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
  • Valerie2737 on ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
  • Haven4448 on ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

Recent News

রাশমিকার ক্যারিয়ারে নতুন মোড়

রাশমিকার ক্যারিয়ারে নতুন মোড়

September 3, 2025
ভারত থেকে এলো ৬০ টন পেঁয়াজ

ভারত থেকে এলো ৬০ টন পেঁয়াজ

September 3, 2025
  • ১ করিন্থীয়
  • ২ করিন্থীয়
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
  • Sample Page
  • অজানাকে জানা
  • অডিও বই
  • অভিযান
  • আমরা কীভাবে প্রার্থনা করি?
  • আলোর দিশারী
  • আলোর ফোয়ারা
  • আলোর যাত্রী
  • ই-সংখ্যা
  • ইউহোন্না
  • কিতাবুল মুক্কাদ্দাস
  • ক্যাটাগরি
  • খো-ই-মহব্বত্
  • খোদার নাজাত আপনার জন্যও প্রস্তুত
  • গান
  • গালাতীয়
  • জীবন দাতা
  • জীবনের আহবান- ৩
  • জীবনের আহবান-১
  • জীবনের আহবান-২
  • জীবনের আহবান-৪
  • দৃষ্টি খুলে দাও
  • নাজাত লাভের উপায় কী?- ১
  • নাজাত লাভের উপায় কী?- ২
  • নিবেদন
  • নূরের প্রদীপ
  • প্রশংসা গীত (কোরাস্)
  • প্রেরিত
  • বিজয়
  • বিমূর্ত প্রেম
  • মথি
  • মসীহ্ সম্বন্ধে আপনি কি চিন্তা করেন?
  • মার্ক
  • ম্যাগাজিন
  • যোগাযোগ
  • রোমীয়
  • লূক
  • সকল সংখ্যা
  • সম্পাদকীয়
  • সেতু

দি সাপ্তাহিক আলোর ফোয়ারা

No Result
View All Result
  • ১ করিন্থীয়
  • ২ করিন্থীয়
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
  • Sample Page
  • অজানাকে জানা
  • অডিও বই
  • অভিযান
  • আমরা কীভাবে প্রার্থনা করি?
  • আলোর দিশারী
  • আলোর ফোয়ারা
  • আলোর যাত্রী
  • ই-সংখ্যা
  • ইউহোন্না
  • কিতাবুল মুক্কাদ্দাস
  • ক্যাটাগরি
  • খো-ই-মহব্বত্
  • খোদার নাজাত আপনার জন্যও প্রস্তুত
  • গান
  • গালাতীয়
  • জীবন দাতা
  • জীবনের আহবান- ৩
  • জীবনের আহবান-১
  • জীবনের আহবান-২
  • জীবনের আহবান-৪
  • দৃষ্টি খুলে দাও
  • নাজাত লাভের উপায় কী?- ১
  • নাজাত লাভের উপায় কী?- ২
  • নিবেদন
  • নূরের প্রদীপ
  • প্রশংসা গীত (কোরাস্)
  • প্রেরিত
  • বিজয়
  • বিমূর্ত প্রেম
  • মথি
  • মসীহ্ সম্বন্ধে আপনি কি চিন্তা করেন?
  • মার্ক
  • ম্যাগাজিন
  • যোগাযোগ
  • রোমীয়
  • লূক
  • সকল সংখ্যা
  • সম্পাদকীয়
  • সেতু

দি সাপ্তাহিক আলোর ফোয়ারা