ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাজার সংলগ্ন খালে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে প্রায় ৮ মাস আগে। তবে জনগুরুত্বপূর্ণ এই সেতুটি সাধারণ মানুষের কোনো উপকারে আসছে না। সেতুর উভয় পাশের সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) নির্মাণ না করায় সেতুটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে আছে। এতে প্রতিদিন হাজারও মানুষের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
সিঁড়ি বেয়ে সেতু পার হতে গিয়ে অনেক সময় শিশুরা ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে। বয়স্ক মানুষ কারো সাহায্য ছাড়া সেতুতে উঠতে পারছে না। যানবাহান না চলতে পাড়ায় বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে তা নিয়ে যেতে দুর্ভোগে পড়ে প্রতিদিন হাজারো মানুষ। এছাড়াও সেতুটির দুই পাড়েই রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিস। স্থানীয়রা জানান, প্রায় পৌনে দুই কোটি টাকায় সেতু নির্মাণ করা হলেও এর সুফল পাচ্ছে না পথচারীরা। কাঁচাবাজারে মালামাল নিয়ে অনেক দূরের পথ ঘুরে কষ্ট করে আসতে হচ্ছে। এতে সময় ও অর্থ দু’টোই নষ্ট হচ্ছে।
সেতুটি নির্মাণের শুরু থেকে প্রায় দুই বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।
এ বিষয়ে রাজাপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, সেতুটি নির্মাণে বরাদ্দের অর্থ ব্যয় হওয়ায় পুনর্বিবেচনা (রিভাইস)’র জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। যে কারণে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) নির্মাণের জন্য সময় লেগেছে। সংযোগ সড়ক আগামী ১৫–২০ দিনের মধ্যেই নির্মাণ করে দেয়া হবে।