জ্যাকি শ্রফকে গোটা বলিউড ডাকে ‘জগ্গু দাদা’ বলে, নেপথ্যে রয়েছে এক মর্মান্তিক ঘটনা! শাহরুখক খান যেমন ‘বাদশা’ কিংবা ‘কিং খান’ নামে ডাকা হয়, সলমন খানকে তেমন অনেকেই ‘সাল্লু ভাই’ বলে থাকেন। তবে জ্যাকির ‘জগ্গু দাদা’ হয়ে ওঠার নেপথ্যে রয়েছে অন্য এক কাহিনি। অনেকেরই তা অজানা। নম্বইয়ের দশকে মহিলা অনুরাগীদের হৃদয়ে ঝড় তুলতে পেরেছিলেন যাঁরা, সে তালিকায় প্রথম দিকেই আসে জ্যাকি শ্রফের নাম। ‘দুশমনি’, ‘আল্লা রাখা’, ‘পরিন্দা’ ‘শপথ’, ‘কুদরত কা কানুন’ একের পর এক ছবিতে নিজের জাত চিনিয়েছিলেন বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা। ইদানীং অবশ্য কাজ কমিয়ে দিয়েছেন বলিপাড়ার ‘জগ্গু দাদা’। এই নামেই বেশি পরিচিত জ্যাকি। বলিপাড়ার অনেকেরই এমন আদুরে নাম আছে। শাহরুখ খানকে যেমন ‘বাদশা’ কিংবা ‘কিং খান’ নামে ডাকা হয়। আবার সলমন খানকে অনেকেই ’সল্লু ভাই’ বলে। তবে জ্যাকির ‘জগ্গু দাদা’ হয়ে ওঠার নেপথ্যে অবশ্য অন্য এক কাহিনি রয়েছে। অনেকেরই তা অজানা। জ্যাকির জীবনের অনেকটা সময় কেটেছে মুম্বাইয়ের একটি বস্তিতে। বড় দাদা এবং বাবা–মায়ের সঙ্গে ছোট থেকে সেখানেই থাকতেন তিনি। জ্যাকির দাদা ছিলেন অত্যন্ত পরোপকারী। বস্তির দরিদ্র মানুষগুলির পাশে থাকতেন তিনি। যে কোনও সমস্যায় ঝাঁপিয়ে পড়তেন তিনি। নিজের সাধ্যের বাইরে গিয়ে অন্যকে সাহায্য করার চেষ্টা করতেন। সাক্ষাৎকারে ছোটবেলার কথা কথা উঠলেই জ্যাকি স্মৃতি হাঁতড়ে জানাতেন, দাদাই ছিল জীবনের হিরো। তিনি দাদার মতো হতে চাইতেন। মানুষের জন্য কাজ করতে চাইতেন। বস্তিতে জ্যাকির দাদাই আসলে ‘জগ্গু দাদা’ বলে পরিচিত ছিলেন। কিন্তু হঠাৎই এক দিন দুর্যোগ নেমে আসে তাঁদের পরিবারে। একটি দুর্ঘটনায় দাদাকে চিরকালের মতো হারিছেন।