চট্টগ্রামের ফটিকছড়িতে এবার মাটিখেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না জাতীয় গ্রিডের বিদ্যুৎ খুঁটির বিপজ্জনক স্থানের মাটিও। মঙ্গলবার রাতের আঁধারে ৪৪ হাজার কেভি সঞ্চালন লাইনের একটি খুঁটির গোড়া থেকে মাটি কেটে নিয়ে যায় স্থানীয় মাটি পাচারকারীরা। উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্লুইসগেট সংলগ্ন শহীদ আহমদ ছাপা সড়কের পাশ থেকে এসব মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
এদিকে হাইভোল্টেজ বিদ্যুৎ খুঁটির গোড়া থেকে মাটি কাটার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হলে সব মহল থেকে নিন্দার ঝড় ওঠে। অনেকে বিষয়টিকে লজ্জার হিসেবে দেখছেন। এ নিয়ে বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্থানীয় গিয়াস উদ্দিন ও কাজী ছমিউদ্দিন টিপুকে দায়ী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক শাহজাহান। বিষয়টি স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, এটি একটি নিন্দনীয় কাজ।
যারা এ কাজ করেছে তাদের আইনের আওতায় আনা দরকার। উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়া সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা