লক্ষ্মীপুরে কুকুর ও বিড়ালের কামড়ে আহত দুই শতাধিক রোগীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত চার দিনে তারা আক্রান্ত হন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকেই চিকিৎসা নিয়েছেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত শতাধিক ব্যক্তি এসেছেন। তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। কুকুর–বিড়াল থেকে সবাইকে সচেতন হতে হবে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, কুকুর ও বিড়ালের কামড়ে আহতদের চাপ বেড়ে গেছে। শাকচর, চররুহিতা ও হামছাদী এলাকা থেকে আহত ব্যক্তিরা বেশি এসেছেন। গত চার দিনে কুকুর ও বিড়ালের কামড়ে আহত দুই শতাধিক লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পাগলা কুকুরের কামড় থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে। সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ কুকুরের ভ্যাকসিন কার্যক্রম চলমান রেখেছেন বলে শুনেছি।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা