কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের গহীন পাহাড়ে ডাকাত গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার আলীখালী গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।
এ সময় শীর্ষ সন্ত্রাসী ও অপহরণকারী রফিক ডাকাত প্রকাশ বর্মায়া রফিক নিহত হন। সে ওই এলাকার ইউছুফ আলীর ছেলে।
পরে রফিকের মৃত্যুর খবর শুনে বিকালে টেকনাফ মডেল থানার পুলিশ, ক্যাম্প ২৫–এ দায়িত্বরত ১৬ এপিবিএন পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পাহাড় থেকে ডাকাত রফিকের মৃতদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রফিক গহীন পাহাড়ে আস্তানা তৈরি করে হ্নীলা মৌলভীবাজার হতে দমদমিয়া পাহাড় পর্যন্ত তার বাহিনী দিয়ে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা ও এলাকার মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। পাশাপাশি যারা মুক্তিপণ দিতে অপারগ হতেন তাদের গুলি করে হত্যা করতেন। রফিকের মৃত্যুর খবরে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তার হাতে নির্যাতিত অসংখ্য পরিবার।
ক্যাম্প–২৫ এর ছোট্ট শিশু মো. রিয়াদ মৃত রফিককে দেখে চিৎকার দিয়ে বলে– এই রফিক আমাকে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে।
রফিকের গুলিতে প্রাণ হারানো ছেলের চাচা গফুর জানান, গত বছর আমার ভাতিজা পাহাড়ে গরু নিয়ে গেলে এই রফিক পাহাড় থেকে এসে কোনো কথা ছাড়াই গুলি করে আমার ভাতিজার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। আজ আল্লাহ তার বিচার করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, রফিক ডাকাত পুরাতন রোহিঙ্গা। এলাকার সব অপরাধে জড়িত থাকত বলে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে শুনতাম।
টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গণী জানান, রফিক নামের এক ব্যক্তির মৃতদেহ আমরা উদ্ধার করেছি। তার বিরুদ্ধে কয়েটি মামলা থানায় তদন্তাধীন রয়েছে এবং কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার পাঠানো হবে। পরবর্তীতে তার অভিভাবকেরা মামলা দিলে আমরা মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।