ঘন কুয়াশা ঘোর তমসা
পথচারী পথে পথে
হ’ল বেদিশা
নাহিক আশা ভুলেছে ভাষা
তিমির আঁধার মাঝে
করুণ দশা
জীবন রাজে দুঃখের মাঝে
মেলেনি কোন কালে
দরদী জনা
দেখগো দূরে উদয়পুরে
ডাকিছে মৃতলোকে
ঐ দীপ–শিখা
আঁধার বিনাশী ছুটিয়া আসি
ধরিছে পাতকি নরে
অতুল মমতা
খর্ব আজিকে নাচে চৌদিকে
পতিত ধরায় পেল
উদিত শিখা
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা