কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো ছাদখোলা দ্বিতল ট্যুরিস্ট বাস। গত বুধবার সকাল ১০টার দিকে লাবণী পয়েন্ট থেকে ছাদখোলা এই ট্যুরিস্ট বাসের যাত্রা শুরু হয়।
এখন থেকে কক্সবাজার ভ্রমণে এসে ছাদখোলা ট্যুরিস্ট বাসে চড়ে কক্সবাজারের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। এই বাসে চড়ে পর্যটকরা উপভোগ করতে পারবেন ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক। উপভোগ করতে পারবেন সাগর, পাহাড় ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এই ভ্রমণটি উপযোগ করতে প্যাকেজ হিসেবে একদিনে জনপ্রতি খরচ হবে আপার ডেকে ৭০০ টাকা আর লোয়ার ডেকে ৬০০টাকা। যার টিকিট মিলবে লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে।
এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, যাত্রী চাহিদা বাড়লে আরো বাড়ানো হবে ছাদখোলা ট্যুরিস্ট বাস। প্রথমদিকে ২টি বাস দিয়ে যাত্রা শুরু হলো। আশা করি, আরো দুটি ট্যুরিস্ট বাস খুব শীঘ্রই যুক্ত হবে এতে। এই ছাদখোলা ট্যুরিস্ট বাসের যাত্রার মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্প আরো এক ধাপ এগিয়ে গেল মনে করছেন অনেকে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা