আঁধার রাতে তোমার হাতে
জীবন আমার দিলাম তুলে
সকাল বেলা ছুটে গেলাম
জীবন খানি ফিরায়ে নিতে।
হাসি মুখে ফিরায়ে দিলে
নেই অভিমান তোমার মনে
বলে ছিলে আবার এসো
চলতে পথে পথ হারালে।
কথা যেমন, কর্ম তেমন
তুমি শরণ, তুমি আপন
নেই যে ভয় তোমার সাথে
প্রতিকুলতায় পথ চলিতে।
চলার পথে প্রমাণ দিলে
মালা পরায়ে শত্রু গলে
অমিয় মাঝে গরল কভু
পাবে না খুঁজে কোনো কালে।
লাজ পেয়েছি জীবন দেখে
চলছে ছুটে পাতাল মুখে
ছুটে এসো বাঁচাতে আমায়
বিলীন হয়েছি আপন জ্ঞানে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা