ভাল্লুককে বনের সবচেয়ে অলস কিন্তু শক্তিশালী প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে বনের সবচেয়ে বড় প্রাণীরাও ভাল্লুককে ভয় পেয়ে থাকে। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে এক ব্যক্তিকে ভাল্লুকের দাঁত পরিষ্কার করতে দেখা যায়। শুধু তাই নয়, ব্যক্তিটি ভাল্লুকের মুখ হাত দিয়ে ধরে রেখে ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করেন।
ভিডিওটি অ্যামাজিং নেচার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে, যেখানে প্রাপ্তবয়স্ক ভাল্লুক আরামে বসে আছে এবং নীরবে একজন ব্যক্তি ব্রাশ করা শুরু করে। সেই সঙ্গে ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে – ‘এটি রাশিয়ায় একটি সাধারণ ব্যাপার। ভাল্লুকের দাঁত পরিষ্কার করা ব্যক্তিকেও প্রশিক্ষিত বলে মনে হয়’।
ভিডিওতে দেখা যায়, ব্যক্তিটি প্রথমে একটি গ্লাসে পানি এবং একটি ব্রাশ নিয়ে আসেন এবং ব্রাশটি পানিতে ডুবিয়ে দেন। এরপর ভাল্লুকের দাঁত ভালো করে পরিষ্কার করেন। বিশেষ বিষয় হল ভাল্লুকও শান্তিতে বসে তার দাঁত পরিষ্কার করে, যেন সেই ব্যক্তির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। এটি সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে সরানোর চেষ্টা করে না বা তাকে আক্রমণও করে না।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ৯৮ লাখ ভিউ পেয়েছে। ভিডিওটিতে মন্তব্য করে এক ব্যক্তি লিখেছেন – ‘যারা বলেন যে, তারা তাদের কুকুরকে ব্রাশ করান না, তাদের ভিডিওটি দেখা উচিত’। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।