বিয়ের আগে বছর ছয়েকের প্রেম। ২০১৫ সালে গোপনে আংটিবদল। তার পরে ২০১৮ সালের নভেম্বর মাসে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও বলিউড অভিনেতা রণবীর সিং। গত বছর নিজেদের পঞ্চম বিবাহবার্ষিকী পালন করেছেন দীপিকা ও রণবীর। দাম্পত্য জীবনে এখন বেশ পোক্ত জায়গায় এসে দাঁড়িয়েছেন এ যুগল। এ বার নিজেদের পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে চান তারা, মা হতে চান দীপিকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছা কথা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী। দীপিকার কথায়, ‘‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালবাসি। আমরা অপেক্ষা করছি যে দিন আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।’’
বিয়ের পাঁচ বছর পর এ বার কি তবে সন্তানধারনের কথা ভাবছেন বাজিরাও–এর মাস্তানি? দীপিকা জানান, এখনও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হলে তিনি উপলব্ধি করতে পারেন যে, তিনি একেবারেই বদলাননি। এ দেশের ও আন্তর্জাতিক স্তরের অন্যতম নামজাদা অভিনেত্রী হওয়া সত্ত্বেও খ্যাতির চাপে নাকি হারিয়ে যায়নি তার সারল্য।
দীপিকার মতে, ‘‘আমাদের পেশায়, খ্যাতি ও যশের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক। তবে আমার পরিবারের কোনও সদস্যই বাড়িতে আমাকে ‘তারকা’ বলে মনে করেন না। আমি ও রণবীর আমাদের সন্তানের মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো দেখতে চাই।’’
সঞ্জয় লীলা বানসালীর ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম–লীলা’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েন রণবীর ও দীপিকা। তার পরে প্রায় ছ’বছরের সম্পর্ক। ২০১৮ সালে সাত পাক ঘোরেন যুগল। বলিউডের একের পর এক তারকারা বিয়ের পর সন্তান নেওয়ার সুখবর দিলেও, বিষয়টি নিয়ে দীপিকাকে বারবার বলতে শোনা গেছে, ‘যখন সময় হবে, তখন নিশ্চয়ই জানাব। এই খবর চেপে রাখা যায় না।’
যদিও তাতে জল্পনা থেমে থাকেনি। কারণ একাধিকবার তার মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। একটা সময়ের পর অনেকেই মনে করেছিলেন যে তিনি হয়তো সন্তান নেবেন না। তবে না, অবশেষে এবার সন্তান নেওয়ার সিদ্ধান্তের কথা স্বীকার করে নিলেন দীপিকা, দিলেন সুখবর।
উল্লেখ্য, রণবীর ও দীপিকার বিয়ের ঠিক এক বছর আগে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আনুশকা শর্মা। বিরুষ্কা এখন এক সন্তানের বাবা–মা। কানাঘুষো, তাদের দ্বিতীয় সন্তানও আসতে চলেছে শীঘ্রই। অন্যদিকে, ২০১৮ সালেই হলিউডের পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে এখন পরিপূর্ণ পরিবার নিক ও প্রিয়াঙ্কার।