‘বড়দিন’ বা ‘খ্রিস্টমান’ বা ‘ক্রিসমাস’ একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এর ধারাবাহিকতায় নীলফামারীর জলঢাকায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “বড়দিন”। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। বড়দিন উপলক্ষে সারাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয় গির্জাগুলোকে বর্ণিলরুপে সাজানো হয়। ‘বড়দিন’ উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর) সকালে পৌর শহরের চেরেঙ্গা বটতলীতে ‘গ্রেস এন্ড ট্রুথ চার্চ গির্জায়’ বড়দিনের কেক কেটে যিশু খ্রিস্টের জন্মদিন পালন এবং যীশু খ্রিস্টের জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রেস এন্ড ট্রুথ চার্চের নির্বাহী পরিচালক পাস্টর মোশারফ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র রঞ্জিৎ কুমার রায়, ডিএসবি’র আসআই আজহারুল ইসলাম, জলঢাকা থানার এ এস আই তরুন কুমার রায়, চেরেঙ্গা বটতলি গ্রেস এন্ড ট্রুথ চার্চের আব্দুল ওয়াহাব, আমরুল বাড়ি নিউ লাইফ চার্চের পাস্টর মুক্তিযোদ্ধা শ্রীবাস চন্দ্র রায়, নিউ লাইফ খ্রিস্টিয়ান ফেলোশিপ চার্চের পাস্টর নরেন ও কৈমারী ফতেপাড়া (খলান) গ্রেস এন্ড ট্রুথ চার্চের ইন্দ্রজিৎ রায় প্রমুখ। এরপর যিশু খ্রিস্টের অনুসারীরা বিশেষ প্রার্থনা করেন এবং খ্রিস্টিয় ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার ৩৪টি চার্চে এ বড়দিন উৎসব পালন করা হয়েছে।