জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে প্রার্থীর সমর্থকরা ঈগল ভেবে জীবন্ত এক শকুন নিয়ে নির্বাচনী প্রচারণা করেছিল। পরে দেখা যায় সেটি ঈগল নয়, বিপন্ন প্রজাতির একটি শকুন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শকুনটি উপজেলার মকা গ্রাম থেকে উদ্ধার করেন জেলা বন বিভাগের কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে বানিয়াচং উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের মকা হাওর থেকে ওই শকুনটি ধরা পড়ে। পরে পাখিটিকে ঈগল ভেবে নির্বাচনী প্রচারণা চালান সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে জেলা বন বিভাগ কর্মকর্তারা অবহিত হলে অভিযান চালিয়ে শকুনটি উদ্ধার করেন।
বন বিভাগের হবিগঞ্জ জেলা রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, বিপন্ন প্রজাতির এই শকুনটি বর্তমানে অসুস্থ। উপযুক্ত চিকিৎসার পর শকুনটি অবমুক্ত করা হবে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা