খুলনার দিঘলিয়ায় জামান জুট মিলে যে আগুন লেগেছিলো তা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে দৌলতপুর, দিঘলিয়াসহ আশপাশে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর দৌলতপুর, দিঘলিয়াসহ আশপাশে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
মিলের ব্যবস্থাপক রিপন মোল্লা জানান, রাত ৯টায় মিল বন্ধ করে তারা বাসায় চলে যান। পরে স্থানীয়দের কাছে আগুন লাগার বিষয়টি জানতে পারেন।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, ‘আগুন লাগার সংবাদ পেয়ে খুলনার চারটি ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।‘দি সাপ্তাহিক আলোর ফোয়ারা