নৈর্ব্যক্তিক প্রস্তুতি
১. ‘কোথায় থাকা হয়’-এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্মবাচ্যের খ. কর্তৃবাচ্যের
√গ. ভাববাচ্যের ঘ. কর্তৃকর্মবাচ্যের
২. ‘যথা ধর্ম তথা জয়’- এটি কোন অব্যয়ের উদাহরণ?
√ক. নিত্য সম্বন্ধীয় অব্যয় খ. অনুকার অব্যয়
গ. বাক্যালঙ্কার অব্যয় ঘ. বিয়োজক অব্যয়
৩. কোন ক্রিয়া একজনের প্রযোজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়?
ক. সকর্মক ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া
√গ. প্রযোজক ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া
৪. কোন প্রকার কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে?
√ক. উপমান কর্মধারয় খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয় ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
৫. ‘ছাগদুগ্ধ’ এ সমাপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. ছাগের দুগ্ধ খ. ছাগ ও দুগ্ধ
গ. ছাগী হতে দুগ্ধ √ঘ. ছাগীর দুগ্ধ
৬. ‘আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে’
– এখানে ‘অ’ কোন উপসর্গ?
ক. সংস্কৃত √খ. খাঁটি বাংলা
গ. বিদেশি ঘ. খাঁটি বাংলা ও সংস্কৃত
৭. ‘ডিঙি’ শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয়?
√ক. বৃহদার্থে খ. ক্ষুদ্রার্থে গ. সমার্থে ঘ. ভিন্নার্থে
৮. ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?
ক. রাজার রাজ্য খ. বাটির দুধ
গ. দেশের লোক √ঘ. শরতের আকাশ
৯. ‘সাপেক্ষতা’-অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি?
ক. আজ গেলেও যা, কাল গেলেও তা
√খ. তিনি গেলে কাজ হবে
গ. চারটা বাজলে স্কুলের ছুটি হবে
ঘ. বৃষ্টিতে ভিজলে সর্দি হয়
১০. ‘আমাকে সাহায্য করুন’- কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
√ক. অনুরোধ খ. প্রার্থনা গ. আদেশ ঘ. উপদেশ
১১. ‘বাঘে–মহিষে এক ঘাটে জল খায়’।
এখানে ‘বাঘে–মহিষে’ কর্তাকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ?
ক. মুখ্য কর্তা খ. প্রযোজ্য কর্তা
√গ. ব্যতিহার কর্তা ঘ. ভাববাচ্যের কর্তা
১২. সৎ পাত্রে কন্যা দাও– ‘সৎ পাত্রে’ পদটিতে কোন কারকে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে?
ক. কর্মে ৭মী খ. অপাদানে ৭মী
গ. করণে ৭মী √ঘ. সম্প্রদানে ৭মী
জীববিজ্ঞান
মো. বদরুল ইসলাম
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
জীবকোষ ও টিস্যু
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১। প্রতিটি জীবদেহ কী দিয়ে গঠিত?
উত্তর : কোষ
২। কোষ কে আবিষ্কার করেন?
উত্তর : রবার্ট হুক
৩। জীবদেহের ভৌত ভিত্তি কী?
উত্তর : প্রোটোপ্লাজম
৪। রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?
উত্তর : ১৬৬৫ সালে
৫। রোয়ী ও সিকেভিজ কত সালে কোষকে সংজ্ঞায়িত করেছেন?
উত্তর : ১৯৬৯ সালে
৬। দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা জননকোষের কত গুণ?
উত্তর : দ্বিগুণ
৭। প্লাস্টিড কয় প্রকার?
উত্তর : ৩ প্রকার
৮। প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়?
উত্তর : গ্রানা
৯। কোষঝিল্লি কী দ্বারা গঠিত?
উত্তর : লিপিড ও প্রোটিন
১০। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত?
উত্তর : লিপিড ও প্রোটিন
১১। মাইটোকন্ড্রিয়া কে নামকরণ করেন?
উত্তর : বেনডা
১২। কত সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয়?
উত্তর : ১৮৯৮ সালে
১৩। সাইটোপ্লাজমের বাইরের দিকের শক্ত আবরণকে কী বলে?
উত্তর : এক্টোপ্লাজম
১৪। মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের ভাঁজকে কী বলে?
উত্তর : ক্রিস্টি
১৫। শ্বসনের প্রধান ধাপ কয়টি?
উত্তর : ২টি
১৬। শ্বসনের ক্রেব্স চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়?
উত্তর : মাইটোকন্ড্রিয়া
১৭। ক্যারোটিনয়েড নামক রঞ্জক থাকে কোন প্লাস্টিডে?
উত্তর : ক্লোরোপ্লাস্ট
১৮। কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?
উত্তর : মাইটোকন্ড্রিয়াকে
১৯। আমিষ সংশ্লেষণে সাহায্য করে কোষের কোন অঙ্গাণু?
উত্তর : রাইবোজোম
২০। নিউক্লিয়াসের ভেতরে জেলির মতো যে বস্তু বা রস থাকে তাকে কী বলে?
উত্তর : নিউক্লিওপ্লাজম
২১। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়?
উত্তর : রাইবোজোমে
২২। দেহের আকার, গঠন ও অস্থি বৃদ্ধি করে কোন কোষ?
উত্তর : অস্থিকোষ
২৩। মানবদেহে কয় ধরনের রক্তকোষ রয়েছে?
উত্তর : ৩ ধরনের
২৪। আমাদের লেখা, হাঁটাচলা ও নড়াচড়ায় সাহায্য করে কোন কোষ?
উত্তর : পেশিকোষ
২৫। জাইলেম টিস্যুতে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কী বলে?
উত্তর : উড–প্যারেনকাইমা