মানবরূপে মসিহ যখন এ পৃথিবীতে আবির্ভূত হলেন তখন চিরদিনের জন্য খোদার সাথে আমাদের সম্পর্ক বদলে দিলেন। তিনি আমাদের খোদার দত্তক পুত্র ও কন্যার অধিখার বহাল করে দিলেন এবং খোদার পরিবারভুক্ত হিসেবে যুক্ত করে দিলেন, ফলে তাঁর সাথে সমঅধিকার পেয়ে আমরা অনন্ত জীবনের উপহার পেলাম খোদার সাথে।
কিন্তু তিনি আর একটি উপহার আমাদের দিলেন যা মাত্র কতিপয় ব্যক্তি উক্ত উপহার বাক্স খুলে দেখার আগ্রহ পেয়েছে আর তা হলো ‘আমরা হলাম তাঁর বন্ধু’।
মানুষ যে অসহায় তা তিনি মানুষরূপে এসেই বুঝতে পেরেছেন, যেমন আমাদের একজন নাজাতদাতার প্রয়োজন তেমনি একজন অকৃত্রিম বন্ধুরও রয়েছে আবশ্যকতা। ‘আমি আর তোমাদের দাস বলবো না… আমি তোমাদের আর গোলাম বলি না, কারণ মালিক কি করেন গোলাম তা জানে না; বরং আমি তোমাদের বন্ধু বলেছি, কারণ আমি পিতার কাছ থেকে যা কিছু শুনেছি তা তোমাদের জানিয়েছি।
কতইনা উত্তম বন্ধু আমাদের রয়েছে! সদাসর্বদা আনুগত বন্ধু হলেন আমাদের মসিহ।
তিনি তোমাদের প্রত্যেকটি পাপ অপরাধ ক্ষমা করে থাকেন। তোমাদের যখন সমর্থন ও সাহায্য অত্যাবশ্যক হয়ে দাঁড়ায়, তখন তিনি পাশে থাকেন, সাহায্য করেন, প্রয়োজন মিটিয়ে দেন, আর যখনই তুমি তাঁর সাথে কথা বলতে চাও তখনই তিনি তা শুনতে আগ্রহ প্রকাশ করেন, তিনি হলেন আমাদের জন্য ক্লান্তিহীন শ্রোতা।
মসিহ আমাদের প্রেম করেন যেমন কোনো বন্ধু বন্ধুর অব্যাহত উন্নতি ও পরিপূর্ণতা পর্যন্ত পৌছে যেতে সাহায্য করেন।
তাঁর মধ্যে কোনো হিংসার স্থান নেই। তোমার কেবল উত্তমতাই তাঁর একমাত্র কাম্য। এ বৎসর মসিহের মধ্যে আরো গভীরভাবে প্রবেশ লাভ করো।
তুমি তাঁর উপর আস্থা রাখতে পারো, যদি তুমি এগিয়ে গিয়ে তাঁর বন্ধুত্ব আনন্দে বরণ করে নাও তবে তোমার জীবন আর কখনোই পুরাতন জীর্ণ দশায় পড়ে থাকবে না।