সাবেক স্বামীর খোঁজে হবিগঞ্জের চুনারুঘাটে আসা পাকিস্তানি নারী মাহা বাজোয়াকে (৩০) মারধরের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মাহা বাজোয়া বাদী হয়ে সাবেক স্বামী সাজ্জাদ হোসেন মজুমদারসহ অজ্ঞাত কয়েকজনের নামে এ মামলা করেন। মামলা দায়ের পর সাজ্জাদ তার আরেক স্ত্রীকে নিয়ে এলাকা থেকে পালিয়ে গেছেন।
সাজ্জাদ হোসেন মজুমদার। বড়াইল এলাকার শফি উল্লাহ মজুমদারের ছেলে। পাকিস্তানি নারী মাহা বাজোয়া জানান, বুধবার রাতে সাজ্জাদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বড়াইল এলাকায় বোনের বাড়ি ফিরেছেন জেনে তিনি সেখানে গিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সাজ্জাদ ও তার স্বজনরা মাহাকে পিটিয়েছেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তিনি বলেন, ৯৯৯–এ কল দিয়ে পুলিশকে মারধরের ঘটনা জানিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, পাকিস্তানি নারী মাহা বাজোয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে। এর আগে ৮ ডিসেম্বর স্বামীর খোঁজে চুনারুঘাটে আসেন পাকিস্তানি নারী মাহা বাজোয়া।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা