দিনাজপুরের ফুলবাড়ীতে মুনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারি ও বেসরকারিভাবে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, ফুলবাড়ী প্রেসক্লাব, আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে সকলের জন্য উন্মুক্ত ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। ক্রীড়ানুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমালের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ফারহানা রহমান মুক্তা ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ফারজানা রহমান মুক্তা।
এ সময় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে দিসবটি পালনের জন্য ফুলবাড়ী প্রেস ক্লাবের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় এক আলোচনা সভা প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মণ্ডল, রীতা রানী কানু, আশরাফ পারভেজ, কোষাধ্যক্ষ ধীমান চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, কার্যকরী সদস্য হিরেন্দ্র নাথ বর্মন, সদস্য আমিনুল ইসলামসহ অনেকে।