চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সাত পিস স্বর্ণবার জব্দ করা হয়েছে। অবৈধ স্বর্ণবারের মূল্য আনুমানিক এক কোটি টাকা। আজ বৃহস্পতিবার দুপুরে বিমাবন্দর থেকে তাকে আটক করা হয়। তার যাত্রী বিজি–১৪৮ নম্বর ফ্লাইটে রামেজিং করে প্রতিটি ১১৬ গ্রাম স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে দেশে আসেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্তে অধিদপ্তরের বিমানবন্দরে কর্মকর্তা একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ স্বর্ণবারসহ আটক ব্যক্তি কক্সবাজারের চকরিয়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নগরীর পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।দি সাপ্তাহিক আলোর ফোয়ারা