তৃতীয় সমুদ্রবন্দর পায়রায় প্রথমবারের মতো ভিড়েছে এলপিজিবাহী (তরল গ্যাস) মাদার ভেসেল। তিন হাজার তিনশ মেট্রিকটন এলপিজিবাহী জাহাজ ‘এমভি বসুন্ধরা এলপিজি চাতকী’ থেকে মঙ্গলবার থেকে বন্দরের ইনার এ্যাংকোরেজে বসে লাইটার জাহাজের মাধ্যমে গ্যাস খালাস কার্যক্রম শুরু করে বলে নিশ্চিত করছেন জাহাজের ক্যাপ্টেন ফরমান উল্লাহ আনসারী।
বর্তমানে জাহাজটি থেকে লাইটারেজের মাধ্যমে এলপিজি পাঠানো হচ্ছে ঢাকায়। দুবাই থেকে আমদানি করা এলপি গ্যাস প্রথমে চট্টগ্রাম বন্দর আসা একটি মাদারভ্যাসেল থেকে এসব গ্যাস অন্য জাহাজে করে নিয়ে আসা হয় পায়রা বন্দরে।
পায়রা বন্দরের যুগ্ম সচিব মো. সেহরাব হোসেন বলেন, এই জাহাজটি গত সোমবার বন্দের ইনারে এসে পৌঁছায়। পায়রা বন্দরের সাড়ে ১০ মিটার গভীরতার রাবনাবাদ চ্যানেলে অবস্থানরত ‘এমভি বসুন্ধরা এলপিজি চাতকী’ থেকে সাড়ে ৫ মিটার গভীরতার চ্যানেল দিয়ে স্বল্প সময়ে ও কম খরচে গ্যাস ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শরীফুর রহমান বলেন, পায়রা বন্দর হচ্ছে দেশের প্রথম বন্দর এবং গভীরতম বন্দর। এ বন্দরের মাধ্যমে ২০১৬ সাল থেকে চলতি বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত দুই হাজার ২৬৪টি জাহাজ এসেছে। এই বন্দরটি আধুনিক ও স্মার্ট বন্দর হিসেবে দেশ ও বিদেশিদের কাছে বাণিজ্যিকভাবে পরিচিতি লাভ করেছে। প্রতি বছর এ বন্দরে জাহাজ আসার সংখ্যা বাড়ছে।