ভারত থেকে আমদানী বন্ধের খবরে ময়মনসিংহের বাজারে কেজিপ্রতি পেয়াজে দাম বেড়েছে ১০০ টাকা। এতে ভোক্তাদের মাঝে উদ্বেগ উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ নগরের নতুন বাজার, মেছুয়া বাজারসহ বেশকয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র। এ ঘটনার মাত্র একদিন আগে গতকাল ৮ ডিসেম্বর এসব বাজারেই প্রতিকেজি পেয়াজ বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা পর্যন্ত। এই হিসেবে একদিনের ব্যবধানে ময়মনসিংহের বাজারগুলোতে পেয়াজের দাম কেজিপ্রতি বেড়েছে ১০০ টাকা।
স্থানীয় বাসিন্দা মো: আব্দুস সালাম বলেন, হঠাৎ করেই পেয়াজ আমদানী বন্ধের খবরে অনেকেই বেশি বেশি পেয়াজ কিনছে। এতে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। ফলে আজকের বাজারে দেশি পেয়াজ ২০০ টাক থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
নগরের সানকিপাড়া এলাকার বাসিন্দা মো: রাজিব মিয়া জানান, গত পরশু ১০০ টাকা কেজি দরে পেয়াজ কিনলেও আজকে পেয়াজ কিনেছি ২০০ টাকা কেজি দরে। এটা স্বাভাবিক বাজার দরে বেমানান। এনিয়ে সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।
নগরের মেছুয়া বাজার এলাকার নুরানী তালুকদার বলেন, রাতে খবরে শুনেছি ভারত থেকে পেয়াজ আমদানী বন্ধ আছে। সকালে বাজারে এসে দেখি পেয়াজের দাম কেজি প্রতি ১০০ টাকা বেড়ে গেছে। এতে বাজারে বড় ধরনের অস্থিরতার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় পেয়াজের অস্বাভাবিক বাজার দর নিয়ন্ত্রনে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংসহ কার্যকর পদক্ষে গ্রহন করার অতিব জুরুরী বলে মনে করছেন নূরানী তালুকদারসহ আরও অনেকেই।