শীতকাল পড়েছে। রাস্তায় খেজুরের টাটকা রস বিক্রি করছে। এক গ্লাস খেলাম। খুব স্বাদ লাগলো। আরেক গ্লাস নিতে যাবো তখন। বিক্রেতা বললো, মামা তাওতো মনে করেন গ্রাম থেকে রস আনিই নাই এখনো। নিজের হাতে এইটা বানাইছি। আসল রস এলে আসবেন কিন্তু। আমি জব্বার, দুই নম্বর বিজনেস করি না। কি মামা নিজেই কন রস টেস্ট লাগছে না? আমি বললাম হুম মামা সেই টেস্ট।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা