জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন অজ্ঞাত গাড়িচাপায় মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনাকে নাশকতা বলে মন্তব্য করেছেন তার ভাই জাহাঙ্গীর সিকদার জোটন। রোববার এ ঘটনা ঘটে।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির নির্ধারিত ২৬ নভেম্বর (রোববার) ঢাকা বিভাগের মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য বনানীর উদ্দেশে বাসা থেকে রওনা দেন লোটন। পথে মগবাজার ফ্লাইওভারে ওঠার একটু আগে হঠাৎ পেছন থেকে তার গাড়িকে লক্ষ্য করে সজোরে চাপ দেয় একটি অজ্ঞাত গাড়ি।
সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে থাকা লোটন মাটিতে পড়ে যান। পরে পথচারীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার শারীরিক অবস্থার পরীক্ষা করে সিসিইউতে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে তিনি পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সিসিইউতে ভর্তি আছেন।
তার ভাই জাহাঙ্গীর সিকদার জোটন বলেন, কে বা কারা শত্রুতামূলক এ জঘন্যতম কাজ করেছেন।
প্রশাসনকে সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার দাবি জানান তিনি।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা