রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার খেজুর গাছগুলোতে রস নামতে শুরু করেছে। এ রস দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়। এদিকে রসের হাঁড়ি ও রস পড়া দেখে ছুটে এসেছে এই কাঠবিড়ালি। হাঁড়ির ভেতরে ঢুকে উপভোগ করছে শীতের উপহার। তবে এ অঞ্চলে কোনো গাছে নেট ব্যবহার করা হয় না। এতে স্বাস্থ্য–ঝুঁকি তৈরি হতে পারে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা