‘আয়নাবাজি’র পর অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’। যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও কানাডাসহ কয়েকটি দেশে প্রদর্শিত হয়ে সুনাম কুড়ায় ছবিটি। এবার এটি দেখা যাবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৮ ও ৯ ডিসেম্বর দুবাইয়ের ইবনে বতুতা মলে নভো সিনেমা ও দেরা সিটি সেন্টারের ভক্স সিনেমায় ‘রিকশা গার্ল’ প্রদর্শিত হবে। দুবাইয়ের স্থানীয় একটি রেস্টুরেন্ট বলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জুয়েলারি ডিজাইনার ও বাংলা আর্ট উইকের কর্ণধার নীহারিকা মমতাজ। তিনি জানান, আরব আমিরাতে অন্যান্য দেশের সিনেমা যেভাবে জনপ্রিয়তার শীর্ষে আছে, হলে দেখার সুযোগ না থাকায় বাংলাদেশি সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা এখানে চোখে পড়ে না। তবে এবার দেশের সঙ্গে মিল রেখে একই দিন বাংলাদেশের চলচ্চিত্র আমিরাতের মাটিতেও প্রবাসীদের জন্য রিলিজ দেওয়ার পরিকল্পনা করছে নীহারিকা মমতাজ প্রোডাকশন। সিনেমার টিকিট পাওয়া যাবে ভেন্যু এবং কিউ–টিকিট ডটকমে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে আছেন মোমেনা চৌধুরী, চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।