কক্সবাজারের উখিয়ায় ফাঁদ পেতে আটক করা শতাধিক সাদা বক মুক্ত আকাশে ছেড়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অভিযান চালিয়ে শিকারীদের হাত থেকে পাখিগুলো উদ্ধারের পর তা অবমুক্ত করা হয়।
জানা গেছে, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়ার বিলে অবৈধভাবে ফাঁদ পেতে বক শিকার করে পাখি শিকারী দল। প্রতিনিয়ত বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে জাল বসিয়ে ফাঁদ পেতে এসব পাখি শিকার করে রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহ করা হতো। শিকারের কাজে রোহিঙ্গাদের সহযোগিতাও নেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মুহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে অভিযান চালায় বনবিভাগ।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, বনবিভাগ পাখিগুলো উদ্ধার করে উখিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে খোলা আকাশে অবমুক্ত করে। শিকারের সঙ্গে জড়িতদের তথ্য–উপাত্ত সংগ্রহ করে আইনের আওতায় আনা হবে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা