হেক্সা মিশন পূর্ণ করে অমরত্বের আসনে অধিনায়ক প্যাট কামিন্স। অবিস্মরণীয় সেঞ্চুরিতে ফাইনালের নায়ক ট্রাভিস হেড। দুরন্ত লেগস্পিনে আসরের দ্বিতীয়সেরা উইকেট সংগ্রাহক অ্যাডাম জাম্পা। আহমেদাবাদে ভারতের ১ লাখ ৩০ হাজার দর্শককে স্তব্ধ করে পাওয়া অস্ট্রেলিয়ার রেকর্ড ষষ্ঠ শিরোপায় আলোচনার কেন্দ্রে এখন এসব। অথচ দলটির টপঅর্ডার–ব্যাটিং আবর্তিত হয়েছে ডেভিড ওয়ার্নারকে ঘিরে। আরেক অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ যেখানে হতাশ করেছেন, সেখানে সমানে দ্যুতি ছড়িয়েছেন তুখোড় এ ন্যাটা ওপেনার। দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে করেছেন অজিদের পক্ষে সর্বোচ্চ ৫৩৫ রান।
আর ২ সেঞ্চুরিতে ৪০০ রান করা ম্যাক্সওয়েলের তাৎপর্য বোঝাতে তার এই পরিসংখ্যান যথেষ্ট নয়। লিগ–পর্বে আফগানিস্তানের বিপক্ষে অনবদ্য এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নিশ্চিত হারা ম্যাচে জয় এনে দিয়েছেন এ অলরাউন্ডার। নইলে, সেমির পথে সমীকরণটা বদলে যেতে পারত অজিদের। ম্যাক্স–ওয়ার্নারের জন্যও এবারের বিশ্বকাপটা স্মরণীয় হয়ে থাকবে।
গত বছর ঠিক চেনা ছন্দে ছিলেন না ওয়ার্নার। অনেকে গত অ্যাশেজে (জুলাই–আগস্ট’ ২০২৩) তার অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন তুলেছিলেন। কিন্তু প্যাট কামিন্স পাশে ছিলেন। দূরদর্শী অধিনায়ক বুঝতে পারছিলেন, বিশ্বকাপে তার অভিজ্ঞতা দরকার আছে। ইংল্যান্ড থেকে অ্যাশেজ ড্র করে ফেরে অজিরা। দক্ষিণ আফ্রিকা সফর থেকেই নিজেকে ফিরে পেতে শুরু করেন ওয়ার্নার। এরপর ভারত সফরেও ছিলেন সফল। কামিন্সও পেলেন তার আস্থার প্রতিদান। বয়স ৩৮–এর ঘরে। আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন। আন্তর্জাতিক টি২০ ছাড়তে পারেন ২০২৪ বিশ্বকাপ খেলে। তবে ওয়ানডে থেকে কবে অবসর নেবেন, তা এখনো নিশ্চিত করেননি।
বিশ্বকাপ জিতলেও এখনই ৫০ ওভারের ক্রিকেট ছাড়ছেন না! এমনটা ইঙ্গিত দিয়ে ওয়ার্নার বলেছেন, ‘২০২৭ বিশ্বকাপে দেখা হবে’। বিশ্বকাপে কেউ আসে প্রথমবার খেলতে আবার কেউ আসে শেষবার খেলতে। ভারতে এবার শেষ খেলতে এসেছিলেন কুইন্টন ডি কক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। সেই তালিকায় ছিল ওয়ার্নারের নামও। পারফর্ম্যান্সে এখনো অন্য সবার চেয়ে এগিয়ে থাকলেও বয়সের কারণে পরের বিশ্বকাপে খেলা একটু কঠিনই।
২০২৭ বিকশ্বকাপের সময় ৪১ বছরে পা দেওয়া ওয়ার্নারের খেলার সম্ভাবনা কম। এ পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলেছে ওয়ার্নার করেছেন ১৫২৭ রান। ৫৬ গড়ে বাঁহাতি ওপেনারের ৬ সেঞ্চুরির বিপরীতে রয়েছে পাঁচটি হাফসেঞ্চুরি।
ওয়ার্নারের তিন বিশ্বকাপের পারফর্ম্যান্স দেখিয়ে টুইটারে একটি পোস্ট করে ইএসপিন ক্রিকইনফো। যেখানে ক্যাপশন দেয়া হয়েছে, ‘দারুণ রেকর্ডে শেষ হলো ওয়ার্নারের বিশ্বকাপ ক্যারিয়ার।’ সেটি রিটুইট করে ওয়ার্নার লিখেছেন, ‘কে বলেছে আমি শেষ?’ অর্থাৎ ২০২৭ বিশ্বকাপে খেলতে চান ওয়ার্নার, এমন ইঙ্গিতই দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার। এবারের বিশ্বকাপে ব্যাট হাতে ছন্দে ছিলেন। ১১ ম্যাচে ৫৩৫ রান করেছেন ওয়ার্নার।
দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার। যদিও ফাইনালে ব্যাট হাতে রানের দেখা পাননি তিনি। ২০২৭ বিশ্বকাপে দেখা হবে এমন বার্তা দিয়ে ওয়ার্নার বলেন, ‘প্রথমত দারুণ একটি বিশ্বকাপ আয়োজন করায় ভারতকে ধন্যবাদ। তারা যে ধরনের প্রচেষ্টা দেখিয়েছে তা চোখে পড়ার মতো। বিশ্বকাপের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, যারা পর্দার পেছনে কাজ করেছেন, যেমন মাঠকর্মী, ড্রেসিং রুমের মানুষ, শেফ, রান্নার সঙ্গে জড়িত, নিরাপত্তী কর্মী, পুলিশ এবং ইভেন্ট ম্যানেজমেন্টের লোক এবং বিশেষ করে সমর্থকরা, তাদের ধন্যবাদ।’
ওয়ার্নার আরও লিখিছেন, ‘আমরা যখন ঢুকেছি তখন বিমানবন্দরের রাস্তা অবরুদ্ধ ছিল, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আপনার যারা ধৈর্য ধরেছেন তাদের প্রশংসা করতে হয়। আপনাদের ছাড়া আমরা যারা খেলাটি ভালোবাসি তারা খেলতে পারতাম না। আমি জানি ফলাফল আপনাদের (ভারতীয়) পক্ষে যায়নি, কিন্তু এটা দারুণ কয়েকটি সপ্তাহ ছিল। ষষ্ঠ বিশ্বকাপজয়ী হিসেবে এগিয়ে যেতে চাই। আমাদের পুরো দল গর্বিত। আবারও সবাইকে ধন্যবাদ, ২০২৭ বিশ্বকাপে দেখা হবে।’