শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে মাছ শিকারিদের ‘বাহৈত’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে এই মাছ শিকার উৎসব অনুষ্ঠিত হয়। এতে নেমেছিল উপজেলার দুই শতাধিক মাছ শিকারি। তবে তাদের কেউই পেশাদার শিকারি ছিলেন না। সকলেই শখের বশে মাছ শিকার করেন। এ যেন আনন্দে ভরা কোনো মহোৎসব। স্থানীয় ভাষায় যাকে ‘বাহৈত’ বলা হয়। অংশগ্রহণকারীরা জানান, প্রতিবছর হেমন্তের সময় উপজেলার আশপাশ এলাকার বিভিন্ন নদী ও খাল–বিলে তারা একযোগে শখের বশে মাছ শিকারে নামেন। পাড়া–প্রতিবেশী সবাই মিলে খেয়া জাল, বিছানো জাল ও পলো নিয়ে একযোগে হৈ–হুল্লোর করে মাছ শিকারে নামেন। এরই ধারাবাহিকতায় রবিবার মাছ শিকারে নামেন তারা ভোগাই নদীতে। নদীর প্রায় দুই কিলোমিটার ভাঁটি এলাকা পর্যন্ত চলে মাছ শিকার।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা