বগুড়ার আদমদীঘিতে দুর্বৃত্তরা দুটি বাড়িতে পোস্টার লাগিয়ে ও ফেলে রেখে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেছে। সময়মতো চাঁদার টাকা না দিলে রক্তপাত ঘটানো হবে বলে পোস্টারে হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার জিনইর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নয়ন হোসেন ও পাশে জামিলের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে গ্রামবাসীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
জানা গেছে, আদমদীঘির জিনইর গ্রামের লবির উদ্দিনের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী নয়ন হোসেন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দরজায় একটি পোস্টার লাগানো দেখেন। সেখানে লেখা রয়েছে– দুদিনের মধ্যে বলাকার মোটর হাউজের মধ্যে পাঁচ হাজার টাকা রেখে দিবি। নইলে রক্তপাত ঘটবে মাগরিবের নামাজের পর। তার পাশের জামিলের বাড়ির দরজাতেও একই ধরনের পোস্টার ফেলে দেওয়া হয়।
নয়ন হোসেন জানান, বুধবার রাতে খাওয়া শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন কে বা কারা চাঁদা চেয়ে ঘরের দরজায় পোস্টার লাগিয়েছে। বিষয়টি গ্রামবাসী ও পুলিশকে অবহিত করা হয়েছে।
প্রতিবেশী জামিলের স্ত্রী জানান, দুর্বৃত্তরা পাঁচ হাজার টাকা চাঁদা চেয়ে তাদের বাড়ির দরজায় কাগজ রেখে গেছে। এ ঘটনায় তারা আতঙ্কিত।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করলেও তাদের নাম লেখা হয়নি। ধারণা করা হচ্ছে এটা ছোট বাচ্চাদের কাজ। এরপরও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।