রোববার বিকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন।
নিলুফার ইয়াসমিন জলি আরও বলেন, কৃষির মূল চালিকাশক্তি হলো কৃষক। আর কৃষির উন্নয়নের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরমধ্যে ইঁদুর নিধন অভিযান একটি। ইঁদুরের কারণে যে শুধু দেশেই ক্ষতি হচ্ছে তা নয়। সারা বিশ্বেই ইঁদুর ক্ষতি করে যাচ্ছে। এরমধ্যে শুধু এশিয়া মহাদেশেই বছরে ১৮ কোটি মানুষের খাবার নষ্ট করে ইঁদুর।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা