জন্ম থেকে অদ্যাবধি যাদের সাথে আপনি বেড়ে উঠেছেন, হাতে খড়ি দিয়েছেন, খেলাধুলা করেছেন, করেছেন ছুটাছুটি তারা বর্তমানে কে কোথা আছেন, তা কি আপনি জানেন? সহপাঠিদের হাতে হাত রেখেছেন, প্রতিযোগিতা করেছেন, প্রতিজ্ঞা বদ্ধ হয়েছেন, প্রেম ও সহভাগিতায় প্রত্যয়দৃপ্ত শপথ নিয়েছেন, সেই সকল শপথ ভেঙ্গে আজ আপনি নিজেকে নিয়ে বড়ই ব্যস্ত হয়ে পড়েছেন। মনে মনে দুঃখ হয়, অনুতাপ জাগে, ভুল হয়েছে, শপথ ভঙ্গের দায়ে নিজেকে অপরাধি ভেবে তাদের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে ইচ্ছে হয়, কখনো কখনো সে সুযোগ থাকেও না, কেননা ইতিমধ্যে স্বজন–প্রিয়জনদের অনেকেই ভবের মায়া ত্যাগ করে না–ফেরা দেশে চলে গেছে! আবার যারা বেঁচে আছে তাদের পদমর্যাদা, অবস্থান হয়ত অনেক উচু বা অনেক নিচু, যে কারণে বেঁচে থাকা সত্তে¡ও তাদের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না, তাই হৃদয়ের ব্যথা হৃদয়ে পুষে রাখা ও ভারাক্রান্ত হওয়া ছাড়া আর উপায় কি?
না, উপায় একটা আছে! আপনি আন্তরিক হলে অবশ্যই ফলপ্রসু উপায় বের করা সম্ভব। যে সীমারেখা আপনাকে গন্ডিবদ্ধ করে রেখেছে তা আপনাকে ভেঙ্গে ফেলতে হবে। কথায় বলে সবার উপরে মানুষ সত্য, তাই সকলকে ফিরে আসতে হবে মানুষের কাতারে। এর জন্য চাই দেয়াল ভাঙ্গার অমীত শক্তি। চাই ঐকশক্তি। মানুষকে মানুষের কাতার থেকে যা কিছু দূরে সরিয়ে রেখেছে যা কিছু বিভাজন করে রেখেছে, ঐসব অসূচি মন্ত্রনাগুলো অস্বীকার করতে হবে। চূর্ণ–বিচূর্ণ করে পুড়ে ছাই করে দিতে হবে অভিশপ্ত ইবলিসের শেষ অস্তিত্বটুকু এবং তা সম্ভব হবে পাকরূহের শক্তিতে শক্তিমান ও অভিশিক্ত হয়ে। প্রতিষ্ঠা করতে হবে বিশ্ব জুড়ে মানবের মাঝে মহা–মিলনের এক সেতুবন্ধ। আমরা স্বাগত জানাই ২০১৩ যেনো বয়ে আনতে পারে সকলের কর্মে অভূত সাফল্য।