Thursday, October 16, 2025
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা
  • হোম
  • ই-সংখ্যা
  • অডিও বই
  • গান
  • সকল সংখ্যা
  • তথ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • বহির্বিশ্ব
  • সম্পাদকীয়
  • কিতাবুল মুক্কাদ্দাস
No Result
View All Result
  • হোম
  • ই-সংখ্যা
  • অডিও বই
  • গান
  • সকল সংখ্যা
  • তথ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • বহির্বিশ্ব
  • সম্পাদকীয়
  • কিতাবুল মুক্কাদ্দাস
No Result
View All Result
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা
No Result
View All Result

একে একে বন্ধ হচ্ছে পোশাক কারখানা

alorfoara by alorfoara
November 4, 2023
in ঢাকা, বাংলাদেশ, সংখ্যা ৫৮ (০৪-১১-২০২৩)
0
0
SHARES
Share on FacebookShare on Twitter

মজুরি বৃদ্ধির দাবিতে টানা তিন দিন শ্রমিক অসন্তোষের পর তুলনামূলক শান্ত সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বৃহস্পতিবার (২ নভেম্বর) খোলেনি অধিকাংশ তৈরি পোশাক কারখানা। তবে সকাল ১০টার দিকে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকার ফ্যাশন গ্লোব গ্রুপের এআর জিন্স নামের কারখানায় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এদিন নতুন করে আরও কয়েকটি কারখানায় সাধারণ ছুটির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে আশুলিয়া অঞ্চলের শিল্প পুলিশ বলছে, সার্বিকভাবে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। পোশাক শ্রমিকরা বলছেন একে একে বন্ধ হচ্ছে অধিকাংশ কারখানা।

এছাড়া গাজীপুর মহানগরসহ বিভিন্ন স্থানে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর অব্যাহত রয়েছে। গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে শ্রমিকরা। গত বুধবার শ্রমিক বিক্ষোভ কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার তা বেড়ে যায়। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারেয়ার আলম বলেন, বৃহস্পতিবার গাজীপুর শহরের আশপাশের এলাকা ছাড়াও কোনাবাড়ি, কাশিমপুর ও কালিয়াকৈরে ৩৮৬টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। কারখানা বন্ধের সংখ্যা আরও বেশি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে শিল্প পুলিশ–১ এর এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘৩০ থেকে ৩৫টি পোশাক কারখানার ছুটির নোটিশ পেয়েছি আমরা। আবার কিছু কারখানায় সকালে কাজ শুরু হলেও পরে ছুটি ঘোষণা করা হয়েছে।’ অবশ্য গার্মেন্ট শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন বলেন, আশুলিয়ার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক কারখানা আজ পর্যন্ত ছুটি ঘোষণা করে নোটিশ দিয়েছে। ছয়টি কারখানার শ্রমিকেরা সকালে কাজে এলেও ঘণ্টাখানেক পর কাজ বন্ধ করে তারা কারখানা থেকে চলে যান।

অন্যদিকে বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে পোশাকশ্রমিকরা। টানা তিন দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা হাতে সড়কে নামে হাজার হাজার শ্রমিক। এ সময় দুপুর ১২টার দিকে পূরবী সিনেমা হলের সামনে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ, ধাওয়া–পাল্টা ধাওয়া ও

ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিজিবি। সংঘর্ষের সময় মিরপুর ১০ নম্বর থেকে ১৪ নম্বরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এর আগের দুই দিনও দফায় দফায় সংঘর্ষ এবং যানবাহন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটায় ক্ষুব্ধ শ্রমিকরা।

আশুলিয়া শিল্পাঞ্চলের একাধিক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করেই কিছু শ্রমিক একত্রিত হয়ে এআর জিন্স কারখানায় হামলা চালায়। এ সময় তারা কারখানার শ্রমিকদের বের করে আন্দোলনে নেয়ার চেষ্টা করে। বিক্ষুব্ধরা সেখানে পার্কিং করা একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে জানতে চাইলে ফ্যাশন গ্লোব গ্রুপের কর্মকর্তা মো. লিটন বলেন, আমাদের কারখানা স্বাভাবিকভাবে চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে পাশের আগামী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা হঠাৎ করে আমাদের কারখানায় হামলা চালায়। পরে বাধ্য হয়ে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, বাইপাইল–আবদুল্লাহপুর সড়ক ও নবীনগর–চন্দ্রা মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে আন্দোলনকারী কোনো শ্রমিককে দেখা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাস্তার পাশের বিভিন্ন কারখানার ফটকে বুধবারের সাধারণ ছুটির নোটিশ লাগানো রয়েছে। যদিও বৃহস্পতিবারও সেসব কারখানা বন্ধ রয়েছে। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। আশুলিয়া এলাকায় দায়িত্বপ্রাপ্ত বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির বলেন, ‘আশুলিয়ায় আমাদের ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। তিন দিন ধরে বিজিবি মোতায়েন রয়েছে। নিয়মিত টহল চলছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি।’

শিল্প পুলিশ–১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘তিন দিনের তুলনায় আজকে পরিস্থিতি ভালো। অনেক কারখানায় কাজ হচ্ছে। আবার কিছু কিছু কারখানা ছুটি দিয়ে দিয়েছে।’ মজুরি বৃদ্ধির দাবিতে সপ্তাহের শুরুতেই আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু পোশাক কারখানার শ্রমিক বিক্ষোভ ও আন্দোলন শুরু করে। তখন পুলিশের সঙ্গে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শিল্প পুলিশসহ থানা পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়।

আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা গাজীপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধের চেষ্টা চালায়। তবে বিজিবি, র‌্যাব, পুলিশের তৎপরতার কারণে শ্রমিকরা সড়কে দাঁড়াতেই পারেনি। এর মধ্যেই শ্রমিকরা বিক্ষিপ্তভাবে বেশ কিছু কারখানায় হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করে। এ কারণে বৃহস্পতিবার অধিকাংশ কারখানা বন্ধ ছিল। সকাল সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা ও নাওজোর এলাকায় কোস্ট টু কোস্ট কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে শ্রমিকরা এলোপাতারিভাবে আশপাশের কারখানা সমূহে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে বিজিবি, র‌্যাব, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানো গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

একই সময়ে গাজীপুরে ভোগড়া বাইপাস এলাকার টিএম ফ্যাশন লিমিটেড, চৌধুরীবাড়ী এলাকায় বেলমন্ড গার্মেন্ট, ব্রাদার্স ফ্যাশন লিমিটেড ও রুয়া ফ্যাশন লিমিটেডসহ অন্যান্য কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় বাসন সড়ক এলাকায় আলেমা ও মীম ডিজাইন কারখানার সামনে বহিরাগত শ্রমিকরা বিক্ষোভ করে। কারখানাটি বন্ধ থাকায় শ্রমিকরা কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। এদিকে, মহানগরের চৌধুরীবাড়ী এলাকার বেলমন্ড গার্মেন্ট, ব্রাদার্স ফ্যাশন লিমিটেড, রুয়া ফ্যাশন লিমিটেডসহ আশপাশের কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করে। ভোগড়া বাইপাস এলাকার আশপাশের কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ছুড়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ–২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পোশাক শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের ভাঙচুর না করে শান্ত থাকতে অনুরোধ করা হচ্ছে। বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, মহাসড়কে বিজিবি, র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের যেকোন বিশৃঙ্খলা ঠেকানোর জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। সকালে তারা কয়েকটি কারখানায় হামলার চেষ্টা করলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এদিকে গাজীপুরের সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় পুলিশ–র‌্যাব–আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি দেখে মহাসড়ক ছেড়ে চলে যায় আন্দোলনরত শ্রমিকরা।

এদিকে, বৃহস্পতিবার মিরপুর ১০ নম্বর গোল চত্বরে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের শান্তি সমাবেশে পোশাক শ্রমিকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ৯৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমির উদ্দিনসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আহত হয়েছেন। ভাঙচুর হয়েছে সমাবেশের চেয়ার। গত মঙ্গলবার শ্রমিকদের তোপের মুখে পড়ে আন্দোনস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন প্রতিমন্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনের প্রধান সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। সেখান থেকে তারা প্রথমে একটি মিছিল নিয়ে মিরপুর–১২ নম্বর বাসস্ট্যান্ডের দিকে যান। সেখান থেকে আগের জায়গায় ফিরে এসে সকাল সাড়ে ৯টার পর একটি মিছিল নিয়ে মিরপুর–১০ নম্বর গোল চত্বরের দিকে যান। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে পূরবীর দিকে আবারো অগ্রসর হন।

এ সময় আতর্কিতভাবে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে শ্রমিকরা। আহত হন কাফরুল ও পল্লবী থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। একপর্যায়ে বিজিবির জোরদার টহলে রাস্তা ছেড়ে চলে যান শ্রমিকরা। সংঘর্ষ চলাকালীন সময়ে হামলা চালানো হয় শিল্প প্রতিমন্ত্রীর শান্তি সমাবেশে। বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

ShareTweet
Next Post
দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু

দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

  • Amy1660 on ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
  • Valerie2737 on ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
  • Haven4448 on ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

Recent News

১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক

১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক

October 16, 2025
আরও এক বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

আরও এক বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

October 16, 2025
  • ১ করিন্থীয়
  • ২ করিন্থীয়
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
  • Sample Page
  • অজানাকে জানা
  • অডিও বই
  • অভিযান
  • আমরা কীভাবে প্রার্থনা করি?
  • আলোর দিশারী
  • আলোর ফোয়ারা
  • আলোর যাত্রী
  • ই-সংখ্যা
  • ইউহোন্না
  • কিতাবুল মুক্কাদ্দাস
  • ক্যাটাগরি
  • খো-ই-মহব্বত্
  • খোদার নাজাত আপনার জন্যও প্রস্তুত
  • গান
  • গালাতীয়
  • জীবন দাতা
  • জীবনের আহবান- ৩
  • জীবনের আহবান-১
  • জীবনের আহবান-২
  • জীবনের আহবান-৪
  • দৃষ্টি খুলে দাও
  • নাজাত লাভের উপায় কী?- ১
  • নাজাত লাভের উপায় কী?- ২
  • নিবেদন
  • নূরের প্রদীপ
  • প্রশংসা গীত (কোরাস্)
  • প্রেরিত
  • বিজয়
  • বিমূর্ত প্রেম
  • মথি
  • মসীহ্ সম্বন্ধে আপনি কি চিন্তা করেন?
  • মার্ক
  • ম্যাগাজিন
  • যোগাযোগ
  • রোমীয়
  • লূক
  • সকল সংখ্যা
  • সম্পাদকীয়
  • সেতু

দি সাপ্তাহিক আলোর ফোয়ারা

No Result
View All Result
  • ১ করিন্থীয়
  • ২ করিন্থীয়
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
  • Sample Page
  • অজানাকে জানা
  • অডিও বই
  • অভিযান
  • আমরা কীভাবে প্রার্থনা করি?
  • আলোর দিশারী
  • আলোর ফোয়ারা
  • আলোর যাত্রী
  • ই-সংখ্যা
  • ইউহোন্না
  • কিতাবুল মুক্কাদ্দাস
  • ক্যাটাগরি
  • খো-ই-মহব্বত্
  • খোদার নাজাত আপনার জন্যও প্রস্তুত
  • গান
  • গালাতীয়
  • জীবন দাতা
  • জীবনের আহবান- ৩
  • জীবনের আহবান-১
  • জীবনের আহবান-২
  • জীবনের আহবান-৪
  • দৃষ্টি খুলে দাও
  • নাজাত লাভের উপায় কী?- ১
  • নাজাত লাভের উপায় কী?- ২
  • নিবেদন
  • নূরের প্রদীপ
  • প্রশংসা গীত (কোরাস্)
  • প্রেরিত
  • বিজয়
  • বিমূর্ত প্রেম
  • মথি
  • মসীহ্ সম্বন্ধে আপনি কি চিন্তা করেন?
  • মার্ক
  • ম্যাগাজিন
  • যোগাযোগ
  • রোমীয়
  • লূক
  • সকল সংখ্যা
  • সম্পাদকীয়
  • সেতু

দি সাপ্তাহিক আলোর ফোয়ারা