বিএনপি–জামায়াতের ডাকা তিনদিনের টানা অবরোধের দ্বিতীয় দিনে তেমন কোনো প্রভাব নেই মীরসরাইয়ে। বরং প্রথম দিনের তুলনায় অনেকটা ঢিলেঢালাভাবে চলছে অবরোধ। এমনকি প্রথমদিনের তুলনায় রাস্তা–ঘাটে বেড়েছে যানবাহনের সংখ্যা। তবে অবরোধের সমর্থনে দিনের শুরুতেই মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের নেতৃত্বে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে একটি ঝটিকা মিছিল করেছে বিএনপি।
এদিকে বিএনপি–জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন পয়েন্ট অবস্থান নেয় আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টায় উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া নেতৃত্বে ঢাকা– চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত মীরসরাই সদরে গতকালের তুলনায় আজ যানবাহনের সংখ্যা অনেক বেশি। তবে সকাল থেকে দূর পাল্লার কোনো গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। সড়কে রাজত্ব করছে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহন। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্পটে পুলিশ, বিজিবিকে টহল দিতে দেখা গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, মহাসড়কে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে আমরা তৎপর রয়েছে। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে
পুলিশ, বিজিবি টহল জোরদার আছে।