নান্দাইলে নরসুন্দা নদীতে পাথর রেখে পানি প্রবাহে বাধা সৃষ্টি ও অবৈধ ক্র্যাশিং মেশিন ব্যবহার করে পরিবেশ দূষণ করা হচ্ছে। ব্যবসায়ীরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে বড় বড় নৌকা দিয়ে নদীপথে লাখ লাখ ঘনফুট আস্ত পাথর মুশুলী ইউনিয়নের তারেরঘাট বাজারে নিয়ে আসেন। সেই পাথর নরসুন্দা নদীর তীরে স্তূপ করে রাখা হয়। পরে ভাঙানো হয়। সারাবছর বেচাকেনা করা হয়।
তারেরঘাট বাজারের একাধিক পাথর ব্যবসায়ীর সঙ্গে কথা বললে তারা জানায়, ব্যবসায়ীরা যেখানে পাথর রাখছেন সেটি নদীর চর। অনেকেই ব্যক্তিগত জমি ভাড়া নিয়ে পাথর রাখেন। সম্প্রতি বৃষ্টিপাতের কারণে নরসুন্দা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তাই দূর থেকে মনে হয়েছে নদীর ওপর পাথর রাখা হয়েছে। এই বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, নদীতে পাথর রাখার জন্য পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্ন হচ্ছে। ব্যবসায়ীরা সেটা করতে পারেন না। পাথর ভাঙার জন্য ক্র্যাশার মেশিন ব্যবহার করছেন। এই মেশিন ব্যবহার করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন প্রয়োজন। নদীতে পাথর রাখার অভিযোগে এক সপ্তাহ আগে দুইজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ওই বাজার এলাকায় নরসুন্দা নদীর প্রশস্ততা কতখানি তা সার্ভেয়ারকে দিয়ে জরিপ করে দেখা হবে।