বেতন বাড়ানোর দাবিতে সপ্তম দিনের মতো গাজীপুরে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বিক্ষোভ চলাকালে মহানগরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা একটি পিকআপে আগুন দেয়, বেশ কয়েকটি জায়গায় ভাঙচুর ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
কালিয়াকৈরের মৌচাক এলাকার কয়েকটি কারখানায় সোমবার থেকে শুরু হওয়া এ আন্দোলন ছড়িয়ে পড়েছে মহানগরের বিভিন্ন এলাকায়।
জানা গেছে, রোববার সকালে মহানগরের কাশিমপুরের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। বেলা ১১ টার দিকে মহানগরীর কোনাবাড়ীর স্ট্যান্ডার্ড কারখানা ও বিসিকের বিক্ষুব্ধ শ্রমিকরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে আন্দোলন শুরু করে। তারা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুরে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভকালে কারখানায় ভাংচুর চালায় শ্রমিকরা। মহানগরের চৌরাস্তা নাওজোর, ভোগরা বাইপাস ও রওশন সড়ক এলাকায়ও আন্দোলন করে তারা।
কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, আজকেও শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়। তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে।