গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নীলগাই, জেব্রা ও কমন ইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন অতিথি। গত দুমাসের মধ্যে পার্কে প্রাণীগুলো নতুন শাবকের জন্ম দিয়েছে। শাবকগুলো পার্কের নিজস্ব বেষ্টনীতে মায়ের সঙ্গে ছুটোছুটি করে সময় পার করছে। পার্ক কর্তৃপক্ষ বিশেষ নজরদারি করছে শাবক ও মায়েদের।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম বলেন, সেপ্টেম্বর মাসের ৫ তারিখ ১টি ও ১৩ সেপ্টেম্বর ১টিসহ মোট ২টি জেব্রা শাবকের জন্ম হয়। ৯ আগস্ট কমন ইল্যান্ড শাবকের জন্ম দেয়। এছাড়াও ৭ অক্টোবর বিলুপ্তপ্রায় নীলগাই দুটি শাবকের জন্ম দেয়।
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার জানান, বর্তমানে পার্কে বিভিন্ন বিদেশি প্রাণীর জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে। যার জন্য বিভিন্ন প্রাণী নিয়মিত শাবকের জন্ম দিচ্ছে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা