নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৬ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল সোমবার সকালে মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে গোটা অভিযানে গেল ১১ দিনে এখন পর্যন্ত ৪০৫টি মামলায় ৪০২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৩ লাখ ৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ২৫৯টি অভিযান চালানো হয়েছে এবং ৪৭৮টি মোবাইল কোর্ট করা হয়েছে, যেখানে গেল ১০ দিনে বরিশাল বিভাগের ১৪৫ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ২ হাজার ১৩২ বার বিভিন্ন মাছঘাট, ৩ হাজার ৬২৮ বার বিভিন্ন আড়ত এবং ২ হাজার ৩১৯ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর গেল ১১ দিনের অভিযানে ৮ হাজার ৮১৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৩ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ১৭ লাখ ৯৭ হাজার ৯০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৫৫ হাজার ৩০০ টাকা।
মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে আগামী ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গকিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময় বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।