এবার কোনো রাখঢাক না করেই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রশংসা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হিজবুল্লাহ খুব স্মার্ট সংগঠন। সম্প্রতি ওয়েস্ট পাম বিচে এক নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমি দুই রাত আগে প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তা বিভাগের বক্তব্য পড়ছিলাম। তারা বলছে, আমি আশা করি তারা ইসরাইলে হামলা করবে না। কেননা এটা তাদের জন্য বেশ বিপজ্জনক জায়গা।
নিরাপত্তা বিভাগের এ বক্তব্যের সমালোচনা করেন ট্রাম্প। সাবেক এ প্রেসিডেন্টের বক্তব্যের কড়া সমালোচনা করেছে হোয়াইট হাউস। বাইডেনের উপপ্রেস সচিব অ্যান্ড্রু বেইস এক বিবৃতিতে বলেন, ‘এ ধরনের বক্তব্য বিপজ্জনক এবং ভারসাম্যহীন।
এর আগে নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারের সময় ইসরাইলে হামাসের ভয়াবহ হামলার জন্য জো বাইডেনকে দোষারোপ করেন ট্রাম্প। তিনি বলেন, তিনি ক্ষমতায় থাকলে এমনটা হতো না।
ট্রাম্প বলেন, আমাদের দেশটা মানুষে ভরে যাচ্ছে। আমরা জানি না তারা কোথা থেকে আসছে। ফক্স নিউজ অবলম্বনে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা