আজ বিশ্ব শিক্ষক দিবস। একজন মানুষের জীবনে তার জীবন গঠনে মা–বাবার পরে শিক্ষককের অবদান সবচেযে বেশি। সেকারণেই শিক্ষদের মানুষ গড়ার কারিগর বলা হয়। কেবল আমাদের দেশেই নয় সারা পৃথিবীতে শিক্ষকগণ সাধারণ মানুষের কাছে পরম শ্রদ্ধাভাজন ও সম্মানের পাত্র। শিক্ষকদের এ অবদান স্বীকার করে ১৯৯৪ সালে ইউনেসকো ৫ অক্টোবরকে শিক্ষক দিবস ঘোষণা করে। এবারও পুরো বিশ্বের সাথে আমাদের দেশেও সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। এক্ষেত্রে দিবসটি পালনে গাজিপুর জেলার কিন্ডার গার্টেন এসোসিয়েশনও পিছিয়েও নেই। দিবসটির প্রতিপাদ্য ও গুরুত্ব তুলে ধরতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। দিবসটির প্রতিপাদ্য ‘কাঙিক্ষত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’ তুলে ধরে বক্তব্য দেন ইঞ্জি: মোর্শেদ আলম– কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, আতাউর রহমান সরকার– কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক, হেলাল উদ্দিন– প্রধান শিক্ষক, ইউ এন্ড মি ইন্টারন্যাশনাল স্কুল, বাঘের বাজার এবং অন্যান্য নেতৃবৃন্দ। হেলাল উদ্ধিন তার নিজ প্রতিষ্ঠান ইউ এন্ড মি ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষকগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।