আলু, ডিম ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নগরীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা ও মোহরা এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় ভাউচার দেখাতে না পারা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোগ্য পণ্য বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন হক। তিনি বলেন, কাপ্তাই রাস্তার মাথা ও মোহরা এলাকায় আলু, পেঁয়াজ ও ডিমের মূল্য বিষয়ে তদারকি করা হয়। এ সময় পাইকারি ৩৮–৪০ টাকা এবং খুচরা ৪৫–৪৭ টাকায় আলু বিক্রয়ের অপরাধে আব্দুল বারেক ট্রেডার্সকে ৫ হাজার টাকা, ফেনী বাণিজ্যালয়কে ৩০ হাজার টাকা, মোহরা বাণিজ্যালয়কে ৩০ হাজার এবং বার আউলিয়া বাণিজ্যালয়কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে দেখা যায়, কিছু ব্যবসায়ী যোগসাজশ করে অধিক মূল্যে আলু বিক্রয় করে পূর্বের অবস্থা বহাল রাখার অপচেষ্টা করেছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে নাসরিক হক জানিয়েছেন।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা