ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আজ রোববার জি–২০ সম্মেলনের দ্বিতীয় দিনে ভারতের দিল্লিতে অক্ষরধাম মন্দির পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী অক্ষতা মূর্তি। সুনাক বলেন, তাঁর স্ত্রী অক্ষতা দিল্লিতে পছন্দের রেস্তোরাঁগুলোয় যেতে যান।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষি সুনাক এই প্রথমবারের মতো ভারত সফর করছেন। পরিদর্শনকালে মন্দিরের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মন্দিরে প্রার্থনার পর সুনাক রাজঘাটে সম্মেলনে অংশগ্রহণকারী অন্য বিশ্বনেতাদের সঙ্গে যান। সেখানে তিনি মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি শ্রদ্ধা জানান সুনাক। ঋষি সুনাক বিয়ে করেছেন ভারতীয় শিল্পপতি নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে। সুনাক নিজেও ভারতীয় বংশোদ্ভূত। যুক্তরাজ্যের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েছেন তিনি।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা