‘জাওয়ান’ উন্মাদনায় কাঁপছে বিশ্ব। থেমে নেই বাংলাদেশও। ইতিহাস সৃষ্টি করে বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে মুক্তির আগেই আলোচনায় আসা শাহরুখ খানের জাওয়ান সিনেমাটি। বৃহস্পতিবার থেকেই তুমুল উত্তেজনা নিয়ে সিনেমাপ্রেমীদের প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়ছেন শাহরুখ ভক্তরা। বাংলাদেশের অনেক সিনেমা হল নাকি পুরোটাই অগ্রিম বুক করে নিয়েছেন শাহরুখ অনুরাগীরা এমন খবরও পাওয়া গেছে।
এর মধ্যে দিয়ে চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘পাঠান’-এর পর ফের একবার ঝড় তুললেন শাহরুখ খান তার নতুন সিনেমা ‘জওয়ান’ দিয়ে। শুধু ভারত নয়, বিশ্বব্যপী বক্স অফিসেও ভালো ফল করেছে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের এই সিনেমা। ফিল্ম ট্রেড অ্যানালিসিস্ট রমেশ বালার রিপোর্ট বলছে, প্রথম দিনে ছবি ভারত ও ভারতের বাইরে মিলিয়ে প্রায় ১৫০ কোটির ব্যবসা করে ফেলেছে। ফিল্ম ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শও জওয়ান অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি ও ইউকে–তে কেমন ফল করেছে তার রিপোর্ট পেশ করেছেন।
বলিউড বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে লিখেছেন, ‘এক্সক্লুসিভ ডেটা এসআরকে নিজের আধিপত্য বিস্তার করেছে গোটা বিশ্বে। আন্তর্জাতিক বাজারেও ঝড় তুলেছে শাহরুখ খানের সিনেমা।’
আর রমেশ টুইট করেন, ‘জওয়ান ১৫০ কোটির বেশি আয় করে খাতা খুলেছে বিশ্বব্যপী’। এই ছবিতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা প্রমুখরা। বৃহস্পতিবার মুক্তির দিনে দেশীয় বাজারে হলগুলো ছিল দর্শকে পরিপূর্ণ। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে জাওয়ান ৭৫ কোটি আয় করেছে গোটা দেশজুড়ে। যার মধ্যে ৬৫ কোটি হিন্দিতে। আর বাকি ৫ কোটি তামিল ও ৫ কোটি তেলেগুতে। তবে ভারতের বাইরের হিসাব এখনো জানানো হয়নি। আপাতত সপ্তাহ দু’য়েকের বেশি বেশির ভাগ হলে শো থাকবে কিং খানের দখলে।
সঙ্গে কানাডা, আমেরিকা, দুবাইয়ের মতো দেশগুলোতেও ভালো ব্যবসা করে শাহরুখের সিনেমা। আর এবার তো বাংলাদেশেও একই সময়ে মুক্তি পেয়েছে সিনেমাটি। ফলে মোটা অঙ্কের টাকা ঢুকবে ‘জাওয়ান’-এর ঝুলিতে; এমনটাই অনুমান ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের। দর্শক বলছেন, ‘জাওয়ান’ শুধু মাথা–মুণ্ডুহীন মারধরের কোনো সিনেমা নয়। বরং এই সিনেমার রয়েছে একটি বিশেষ রাজনৈতিক বার্তা। যা করে দেখিয়েছেন শাহরুখ। এর আগে ‘পাঠান’ প্রথম দিনে বিশ্বব্যপী ১০০ কোটির ব্যবসা করেছিল বক্স অফিসে।
জাওয়ান মুক্তির আগে তিরুপতির মন্দিরে পুজো দেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খান। তাদের সঙ্গে গিয়েছিলেন ছবির নায়িকা নয়নতারা ও তার স্বামী ভিগ্নেশ।
শাহরুখকে নিয়ে দর্শকের উন্মাদনা চোখে পড়েছে কলকাতাতেও। কিং খানের বং কানেকশন বরাবরই জোরদার। তবে এবার শাহরুখ আবেগ সব কিছু ছাপিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার ভোর ৫টায় কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল ‘জাওয়ান’-এর ফার্স্ট শো। আর ওই সকালের শো–ই ছিল হাউজফুল। শুধু কলকাতা নয়, ভারতজুড়ে ভক্তরাই রাত জেগেছে। যাদের পক্ষে সকাল সকাল হলে হাজির হওয়া সম্ভব নয়, তারা রাস্তাতেই রাত কাটিয়েছেন। তবে পাঠানের রেকর্ড ভেঙে দিয়ে আপাতত জাওয়ানের দখলেই রয়েছে সর্বোচ্চ ওপেনিং পাওয়া হিন্দি ছবির তকমাটা।
শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকেও একাধিক ভিডিও শেয়ার করে নেওয়া হয় বক্সে। যা শেয়ার করে নেন শাহরুখ নিজেও। যেখানে দেখা যাচ্ছে, ব্যানার হাতে মিছিল চলছে। সবার মুখে উই লাভ শাহরুখ ধ্বনি। যা আসলে বেরিয়েছিল বুধবার মাঝরাতে। ব্যানারে লেখা ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’। সঙ্গে অনেকের হাতেই প্ল্যাকার্ড। শাহরুখ নিজে এই ভিডিও শেয়ার করে নিয়ে লিখলেন, ‘ছেলেমেয়েরা তোমাদের অনেক ভালোবাসা। আশা করি, তোমাদের বিনোদন দিতে পেরেছি। তোমাদের থিয়েটারে ঢুকতে দেখব বলে জেগে বসে আছি। অনেক ভালোবাসা আর ধন্যবাদ।’
‘জাওয়ান’ সমাজের ভুল সংশোধনের জন্য মাথা তোলা একজন ব্যক্তির গল্প। সিনেমা সরকারের উদাসীনতা, দুর্নীতি, কৃষকদের আত্মহত্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র এবং আবাসিক এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার মতো বিষয়গুলোকে নিয়ে প্রশ্ন তোলে। যা মনে ধরেছে আমজনতার বড় একটা অংশের।
সিনেমাটিতে অস্ত্র ব্যবসায়ী কালীর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। একজন সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গেছে দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারাকে। সিনেমাটিতে দীপিকা পাড়–কোন ক্যামিও করেছেন।