রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রুইলুই ভ্যালিতে যাওয়ার পথে অপহরণের শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শিজকছড়া–উদয়পুর সড়কের দাড়িপাড়া এলাকার মোনআদাম থেকে তাঁকে পুলিশ উদ্ধার করেছে।
এর আগে আজ দুপুরে বাঘাইহাট–সাজেক সড়কের শিজকছড়া থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে ওই তরুণীকে অপহরণ করে নিয়ে যায়। ওই তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী সকাল সাড়ে ১০টায় জিপে বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশে রওনা দেন। সেখানে একটি জিপে সহপাঠীদের সঙ্গে ওই ছাত্রীও ছিলেন। বেলা পৌনে একটার দিকে শিজকছড়া এলাকা অতিক্রমের সময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁদের যানবাহনটির গতি রোধ করে। পরে অস্ত্রের মুখে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দুপুরে শিজকছড়া থেকে অপহরণের পর দুর্বৃত্তরা ওই তরুণীকে দাড়িপাড়া–উদয়পুরের দিকে নিয়ে যায়। পরে মোনআদাম এলাকায় একটি জুম ঘরে রেখে যায়।
-Advertisement-
Ads by
পুলিশ জানায়, দুপুরে শিজকছড়া থেকে অপহরণের পর দুর্বৃত্তরা ওই তরুণীকে দাড়িপাড়া–উদয়পুরের দিকে নিয়ে যায়। পরে দাড়িপাড়া থেকে উদয়পুর যাওয়ার পথে মোনআদাম এলাকায় একটি জুম ঘরে রেখে যায়। সন্ধ্যা সোয়া সাতটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অক্ষত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে। উদ্ধারের পর পুলিশ সাজেক থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রথম আলোকে বলেন, সাজেক থানায় আইনি প্রক্রিয়া শেষে ওই তরুণীকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ধরনের অপহরণের ঘটনা যেন না ঘটে, তার জন্য রাঙামাটি জেলা পুলিশ সব ধরনের নিরাপত্তা জোরদার করবে বলে তিনি জানান।