মাদারীপুরের রাজৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার নয়াকান্দি বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সাব্বির কাজী (১৪) ওই এলাকার হারুন কাজীর ছেলে। সে খালিয়া রাজারাম ইনষ্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, বিদ্যুতের মাস্টার লাইনের তারের সঙ্গে ঝুলন্ত বাঁশের ছোয়া লাগলে সাব্বির কাজী (১৪) গুরুতর আহত হয়। পরে মুমূর্ষ অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এর আগে শনিবার বিদ্যুৎ কর্মীরা মাস্টার লাইনের পাশের গাছপালা পরিস্কার করার সময় বাঁশ কেটে ওই অবস্থায় ফেলে রেখে যায়।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা