ফরিদপুরের ভাঙ্গায় একটি মাইক্রোবাসের চাকার মধ্যে থেকে ২০ কেজি গাঁজাসহ আজিজুর রহমান (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। আটকের পর মঙ্গলবার বিকালে আজিজুরকে আদালতে পাঠানো হয়।
ভাঙ্গা উপজেলার আতাদী এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আজিজুরকে আটক করা হয়। আজিজুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার খলিলুর রহমান মোল্যার ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ–পরিচালক শামীম হোসেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভাঙ্গার আতাদী এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা জেলার বোয়ালমারীগামী একটি কালো রঙের মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। মাইক্রোবাসটির স্পেয়ার চাকার ভেতর সুকৌশলে রক্ষিত পলিথিন ও স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় গাঁজা রাখার দায়ে আজিজুর নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক মামলা দায়ের শেষে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।দি সাপ্তাহিক আলোর ফোয়ারা