চট্টগ্রামের সীতাকুণ্ডে সহস্রধারা ঝরনা দেখে ফেরার পথে মৎস্য প্রজেক্টে সাঁতার কাটতে ঝাঁপ দিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট সহস্রধারা ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেলে সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোট দারোগারহাট এলাকার পূর্ব দিকে লবণাক্ষ পাহাড়ে অবস্থিত সহস্রধারা ঝরনা ও প্রাকৃতিক মৎস্য প্রজেক্ট দেখতে প্রতিদিনের মতো সোমবারও বেশ কিছু পর্যটক আসেন।
তাদের একটি দল সকালে নৌকাযোগে মৎস্য প্রজেক্টের মধ্য দিয়ে সহস্রধারা ঝরনা দেখতে যায়। বিকেল ৩টার দিকে একটি নৌকায় ১০ জন পর্যটক ঝরনা দেখে ফেরার সময় সোহানুর (২৬) নামের একজন জানান, তিনি বাকি পথটুকু সাঁতার কেটে কূলে ফিরবেন। এ কথা বলেই তিনি ঝাঁপ দেন। তাকে ঝাঁপ দিতে দেখে অপর এক বন্ধু রিয়াদও ঝাঁপ দেন। তাদের মধ্যে রিয়াদ সাঁতরে ফিরে এলেও সোহানুর আর ফিরতে পারেননি। তলিয়ে যান। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে উপস্থিত হন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও ডুবুরিদল, থানা পুলিশ ও এলাকার ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সোহানুরের বন্ধু রিয়াদ জানান, তারা ঢাকার নিকুঞ্জ–২ এলাকায় অবস্থিত জেনেক্স নামক একটি প্রতিষ্ঠানের তিন চাকরিজীবী বন্ধু আজ সকালে সীতাকুণ্ড ভ্রমণে আসেন।
সকালে তারা তিনজন ছোট দারোগারহাটে প্রাকৃতিক মৎস্য প্রজেক্ট পেরিয়ে সহস্রধারা ঝরনা দেখতে যান। বিকেল ৩টার দিকে সেখান থেকে ফেরার সময় বন্ধু সোহানুর সাঁতার কেটে আসবেন জানিয়ে প্রজেক্টের মাঝামাঝি এলাকায় নৌকা থেকে লাফিয়ে পানিতে পড়েন। তাকে দেখে রিয়াদ নিজেও ঝাঁপ দেন। কিন্তু শেষ পর্যন্ত রিয়াদ কূলে আসতে সক্ষম হলেও সোহানুর তলিয়ে যান।
ঘটনাস্থলে উপস্থিত বারৈয়াঢালার ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান বলেন, সহস্রধারা ঝরনা দেখে ১০ জন দর্শনার্থী একসাথে একটি নৌকায় কূলে ফিরছিলেন।
প্রজেক্টের মাঝামাঝি এসে সোহানুর নৌকা থেকে ঝাঁপ দেন সাঁতরে আসবেন বলে। তাকে দেখে রিয়াদও ঝাঁপ দেন। পরে রিয়াদ ফিরে এলেও সোহানুর তলিয়ে যান।
এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে ডুবুরিদল সোহানুরের লাশ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে আমরা ওই পর্যটকের লাশ পুলিশের হাতে তুলে দিয়েছি। সোহানুর নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষ্মীপাশা গ্রামের মুন্সী আবুল হাসেমের পুত্র।’
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘ছোট নৌকায় ওই ঝরনায় যাতায়াত এমনিতেও ঝুঁকিপূর্ণ। আমি বারবার সেখানকার কর্তৃপক্ষকে এভাবে পর্যটক না নিতে অনুরোধ করেছিলাম। আজ আবার একটি দুর্ঘটনা ঘটল। আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের হাতে তুলে দেব।’