বান্দরবানে ৩শ ফুট পাহাড়ের খাদ থেকে মারুফ হোসেন(২৫) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। রোববার দুপুর ৩ টার দিকে পর্যটন এলাকা নিলাচলের সুইং এন্ড থ্রিল (দোলনা) এর পাহাড়ের পাদদেশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক ঢাকার গাজিপুর সদর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার বিকালে নীলাচলের নীলাম্বনা রিসোর্টে একটি কক্ষ রুমভাড়া নেন মারুফ হোসেন নামে এক পর্যটক। আজ রোববার সকালে রিসোর্টের কর্মী রুমে নাস্তা দিতে গেলে রুমটি তালাবদ্ধ দেখতে পান। পরে বিষয়টি রিসোর্টের ম্যানেজারকে জানালে কয়েকজন এসে রুমা তালা ভেঙ্গে দেখতে পান খাটের উপর একটা চিরকুট লেখা। চিরকুটে লেখা ছিল ‘মরদেহ খুঁজে পাওয়া গেলে এইখানে কবর দিবেন, আমার কাছে থাকা ব্যবহৃত মোবাইল বিক্রি করে কাফনের কাপর কিনে যেন কবর দেওয়া হয়‘। পরে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে অনেক খোঁজাখুঁজির পর নীলাচলের নবনির্মিত সুইং এন্ড থ্রিল এর নিচে পাহাড়ের পাদদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বান্দরবান ফায়ার সার্ভিসের উপ–পরিচালক পুনচন্দ্র মুৎসুদ্দীন বলেন, উদ্ধার হওয়া পর্যটকের মরদেহের মুখে ফেনা ও বিষের গন্ধ পাওয়া গেছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজীমী পর্যটকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যা নাকি হত্যা সেটি এখনো বলা যাচ্ছেনা। ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।