বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। ইতোমধ্যেই সিনেমাটিকে ঘিরে আলোচনা শুরু হয়ে গেছে। এই সিনেমাটিতে অভিনয় করেছেন নায়িকা সঞ্জীতা ভট্টাচার্য।
জানা গেছে, সঞ্জীতার বাবার নাম সঞ্জয় ভট্টাচার্য। তার বাড়ি কলকাতায়। নায়িকার মায়ের বাড়ি ময়মনসিংহে। সঞ্জীতার জন্ম ও বেড়ে উঠা দিল্লিতে। সংগীতে স্নাতক ডিগ্রি নিয়েছেন এই নায়িকা। তবে দিল্লিতে জন্ম হলেও দারুণ বাংলা বলেন তিনি। মূলত বাবা–মায়ের কারণেই এটা সম্ভব হয়েছে বলে জানালেন সঞ্জীতা ভট্টাচার্য।
তার ভাষায়, আমি আসলে প্রবাসী বাঙালি ঠিকই। আমার বাবা কলকাতার, মা ময়মনসিংহের। তাই বাংলার চলটাই আমাদের বাড়িতে বেশি।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রায় দুই বছর ধরে আমরা কাজ করছি জওয়ানে। কিছুদিন পরই ছবিটা মুক্তি পাবে। এবার আস্তে আস্তে বুঝতে পারছি এই উত্তেজনাটা। আমার মনে হয়, যখন ছবিটা মুক্তি পাবে আর আমি দেখব নিজেকে পর্দায়– তখন বোধ হয় উপলব্ধি করতে পারব যে, স্বপ্ন সত্যি হয়েছে।
সত্যি বলতে কী, আমি ভীষণই লাকি! শাহরুখ স্যার তো অসামান্য। তিনি সেটে থাকা মানেই আমরা সবাই বাড়তি এনার্জি পেয়ে যেতাম। নয়নতারাও অসাধারণ। এত বড় তারকা, অথচ ওঁর থেকে বিনম্রতা শিখতে হয়। প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করা, প্রতিদিন নিজের কাজের জন্য কোনো রকম অভিযোগ না করে পরিশ্রম করা… এই শিক্ষাগুলোই ‘জওয়ান’-এর সেট থেকে আমার সব থেকে বড় পাওনা। দীপিকার সঙ্গে আমার কোনো দৃশ্য নেই। নয়নতারার সঙ্গে অভিনয় করতে পেরেছি, এটা আমার জীবনের অন্যতম বড় পাওনা।
সঞ্জীতা জানিয়েছেন, ছোটবেলায় আমার গান শোনার শুরু বাউল গান আর রবীন্দ্রসঙ্গীত শুনে। প্রায় প্রতি বছর মা–বাবার সঙ্গে শান্তিনিকেতনে যেতাম। আমার মনে আছে, সোনাঝুরিতে গিয়ে বাবা বাউলদের সঙ্গে বসে গান শুনতেন, গান গাইতেনও। আমাকেও বাবা রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছেন। বড় হয়ে আমার গানের ঘরানা বদলে গেলেও আমি জানি, কোথাও না কোথাও ওই গানগুলোই আমাকে প্রভাবিত করেছে।
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জাওয়ান’। এটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। শাহরুখ খান ছাড়া আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়মণি প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন।