আমার মত গুনাহগার
প্রভু কবুল করে নিলে
ঘোষণা দিলে আগমন কালে
একক কল্পনা তোমার
যা কিছু হারিয়ে গেছে
তাদের ফিরে পেতে
এক চুড়ন্ত মূল্য দিলে
নয় নয় এখানেই শেষ নয়
পরশ পাথরের পরশে
লোহাও সোনায় পরিণত হয়
হারানো সন্তান খুঁজে পেলে
স্নাতশুভ্র করে তাদের
নতুন সাজে সাজালে
তাদের পানে তাকালে
আলোর বিচ্ছুরণ ঘটে
আর তোমাকেই দৃষ্ট হয়
যেমন আর্শি আলোর বিচ্ছুরণ ঘটায়
তেমন ক্ষেত্রে আর্শি দৃষ্ট হবার নয়
কেবল সৌর কীরণ যা প্রতিফলন ঘটায়
কসম খেয়ে বলি সকলে
সৃষ্টির আদি থেকে যা কিছু ছিল লুকানো
মানব বেশে ঐশি তনয়
এলেন নেমে পতীত ধরায়
মানুষকে ভালবেসে ক্ষরিত রুধির ধারায়
শোধিলেন পাপের ঋণ
পাতকী তরবার তরে
কেবল বিশ্বাসে মুক্তি লাভ
রহমতে পেল ঠাই
বেহেশতী পিতার ক্রোড়ে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা