ঢাকার কেরানীগঞ্জের ক্যামিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দিনগত রাতে আগুনের লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭ টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেরানিগঞ্জের একটি ক্যামিকেল কারখানায় আগুন লাগে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে আছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। এঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।দি সাপ্তাহিক আলোর ফোয়ারা